এক্সক্লুসিভ ডেস্ক: সম্প্রতি একটি জরিপ প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করে সবচেয়ে ভালো ও বাজে এয়ারলাইন্সের তালিকা তৈরি করেছে। এ তালিকা তৈরি করতে তারা ১১,৬২৫ জন ব্যক্তির ওপর জরিপ চালায়।
এ জরিপে বিশ্বের বিভিন্ন স্থানের এয়ারলাইন্স ছাড়াও ইউরোপ ও আমেরিকার এয়ারলাইন্সগুলোর তুলনামূলক জনপ্রিয়তা বিবেচনা করা হয়। এ ছাড়া কোন এয়ারলাইন্স কতটা সময় দেরি করে, তার একটি তুলনামূলক তালিকাও করা হয়।
সবচেয়ে বাজে এয়ারলাইন্সের তালিকা-
১. এয়ার কোরিও (দক্ষিণ কোরিয়া)
২. বুলগেরিয়া এয়ার
৩. পেগাসাস এয়ারলাইন্স (তুরস্ক)
৪. নেপাল এয়ারলাইন্স
৫. স্পিরিট এয়ারলাইন্স (আমেরিকা)
৬. স্মার্ট উইংস (চেক রিপাবলিক)
৭. লায়ন এয়ার (ইন্দোনেশিয়া)
৮. চায়না ইস্টার্ন এয়ারলাইন্স
৯. রায়ানএয়ার (আয়ারল্যান্ড)
১০. পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
১১. ইজিজেট (যুক্তরাজ্য)
১২. টাইগারএয়ার (সিঙ্গাপুর)
১৩. ইউনাইটেড এয়ারলাইন্স (আমেরিকা)
১৪. ফ্রন্টিয়ার এয়ারলাইন্স (আমেরিকা)
১৫. ইউএস এয়ারওয়েজ
সূত্র : ইসকেপহেয়ার ডটকম
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস