শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৭:১৩

জনসংখ্যা কমিয়ে রেকর্ড করল ভুটান!

জনসংখ্যা কমিয়ে রেকর্ড করল ভুটান!

এক্সক্লুসিভ ডেস্ক: জনসংখ্যার হার কমিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে রেকর্ড করল ভুটান। ২০১২ সালের সমীক্ষায় ভুটানে টোট্যাল ফার্টিলিটি রেট বা টিএফআর ছিল ২.‌১।
 
টিএফআর–এর অর্থ, কোনও মহিলা সন্তান প্রজননের বয়সের মধ্যে কত সংখ্যক সন্তানের জন্ম দিয়েছেন। ভুটানের মতো দেশ, যার দেশজ সম্পদ সীমিত, সেখানে টিএফআর বেশি হলে তা দেশের আর্থিক এবং সামাজিক অবস্থার পক্ষে ক্ষতিকারক। ২০১২ সালের সমীক্ষার পর রীতিমতো উদ্বেগ ছড়িয়েছিল ভুটান সরকারের মধ্যে। কিন্তু ২০১৭–র সমীক্ষা শেষে স্বস্তির শ্বাস ফেলেছে সরকার। কারণ দেশে সন্তান জন্মের হার আগের থেকে কম হয়েছে। ২০১৫–১৬ সালে সমীক্ষায় যায় ভারতে টিএফআর কমে হয়েছে ২.‌২। যা ২০০৫–০৬ সালে ছিল ২.‌৭। যদিও এই সংখ্যা আবার রাজ্য ভিত্তিকভাবে আলাদা। যেমন যেখানে উত্তর প্রদেশে টিএফআর ২.‌৭, কেরালায় তা ১.‌৬।
 
বিশ্ব স্বাস্থ্য সংগঠন বা হু বলছে, টিএফআর যখন ২.‌১ থাকে কোনও দেশে, তখনই জনসংখ্যা স্থির থাকে।  টিএফআ–র এই হার কমে যাওয়ার অর্থ জনসংখ্যা কমে যাওয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে