রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮:৩৩

ঝিনাইদহ পলিটেকনিকের তিন ছাত্র তৈরি করেছে অত্যাধুনিক রোবট

ঝিনাইদহ পলিটেকনিকের তিন ছাত্র তৈরি করেছে অত্যাধুনিক রোবট

এক্সক্লুসিভ ডেস্ক : ঝিনাইদহ পলিটেকনিকের তিন ছাত্র হৃদয় হোসেন, কাউছার আলি ও ছাব্বির হোসেন  তৈরি করেছে রোবট। নাম দেওয়া হয়েছে ”অটোমেটিক হাউস ক্লিনার এন্ড লাইফ সেফটি রোবট”। সাড়ে তিন মাস ধরে চেষ্টা করে এ রোবট তৈরি করে তারা।
 
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট এর তৃতীয় বর্ষের ছাত্র ও রোবট নির্মাতা টিমের প্রধান মো. হৃদয় হোসেন  সাংবাদিকদের জানায়, এই রোবটটি কথা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। যেমন কেউ যদি চলতে বলে ”রোবট” তখন চলতে শুরু করবে। আবার যখন বলবে ”স্টপ”  তখন  দাঁড়িয়ে পড়বে।

আবার অত্যাধুনিক এই রোবটটি স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করা, বাড়িতে আগুন ধরলে বা কোনো গ্যাস লিক হলে স্বয়ংক্রিয়ভাবে একটা সিগন্যাল দিয়ে পরে নিজেই পানি দিয়ে আগুন নিভিয়ে দেবে। এই রোবটটি বাড়িতে থাকলে মশা বা মাছি রুমে প্রবেশ করতে পারবে না। মোবাইল চুরির হাত থেকে বাঁচাবে। রুমের তাপমাত্রা পরিমাপ, ফ্যান, এসি নিয়ন্ত্রণ করবে।
 
রোবটটি সৌরশক্তি দ্বারা চার্জ হয়। নিয়ন্ত্রণ করার জন্য কোনো রিমোট বা অন্য কোনো ডিভাইস লাগবে না, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করে থাকে।  ইন্সটিটিউট কর্তৃপক্ষ জানায়, এ বছর স্কুল পর্যায়ে ঝিনাইদহ ৩১ প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে এ রোবট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে