এক্সক্লুসিভ ডেস্ক: এটাকে গাড়ি বলব না চলন্ত রাজপ্রাসাদ বলব বুঝতে পারতাছি না। কারন গাড়িটার ভিতর দেখলে আপনার কোন রাজপ্রাসাদের চেয়ে কম সুন্দর মনে হবে না। গাড়িটির বাহির যত সুন্দরই হোক না কেন এর ভিতরটা তার চেয়ে হাজারগুন সুন্দর। আপনি এর চোখ ধাধানো সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারবেন না।
কি নেই এই গাড়িতে বলুন? একটি বিলাসবহুল বাড়ির ভিতরের সকল সুযোগ সুবিধাদি আছে এই গাড়ির ভিতরে যা আপনি বাহির থেকে আন্দাজই করতে পারবেন। বেডরুম, ড্রইয়রুম, ডাইনিং, ছাদ তাতে বসার ব্যাবস্থা, আধুনিক সব সুবিধাদি সবই আছে এই গাড়িতে। আপনি অবাক না হয়ে পারবেন না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস