বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ০২:০৭:২১

একটি কারণে সুন্দরী স্ত্রীকে খুন করলেন স্বামী!

একটি কারণে সুন্দরী স্ত্রীকে খুন করলেন স্বামী!

এক্সক্লুসিভ ডেস্ক: হরিয়ানার লোক সঙ্গীত শিল্পীকে খুনের ছক কষেছিল তারই স্বামী। ২২ বছর বয়সী হরিয়ানার গায়িকা হর্ষিতা দাহিকা হত্যার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে ভারতীয় পুলিশ। প্রসঙ্গত মঙ্গলবার গুলি করে খুন করা হয় হর্ষিতাকে৷ প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল এক গ্যাং। তদন্তে নামার পর পুলিশ জানতে পারে তার স্বামী দীনেশ করালার নির্দেশ পেয়ে তাকে খুন করা হয়।

মঙ্গলবার পানিপথ থেকে দিল্লিতে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় হর্ষিতাকে। তাঁর কাধে কপালে ছ’বার গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হর্ষিতার। এদিকে বোনের মৃত্যুর জন্য প্রথম থেকেই তার দিদি লতা স্বামী দীনেশের দিকে আঙ্গুল তুলেছিল।

২০১৪ সালে দীনেশের বিরুদ্ধে শারীরিক নিযার্তনের অভিযোগ এনেছিল হর্ষিতা। হয়ত এই একটি কারণেই সুন্দরী স্ত্রীকে খুন করতে বাধ্য হওয়া স্বামী দীনেশ করালা। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে ভারতীয় পুলিশ। এছাড়াও পুলিশ জানিয়েছে কুখ্যাত অপরাধী বলে পরিচিত দীনেশের বিরুদ্ধে হরিয়ানা ও দিল্লির একাধিক থানায় ১২টি অভিযোগ রয়েছে।

তদন্তে নেমে পুলিশ হরিয়ানার এক গ্যাংকে খুনে জড়িত থাকার জন্য সন্দেহ করতে থাকে। পরে তারা জানতে পারে দীনেশই ওই গ্যাংয়ের সঙ্গে যোগসাজক করে হর্ষিতাকে খুনের ষড়যন্ত্র করে। দীনেশ বর্তমানে জেলেই আছে। তাকে জেরা করে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ। খুনের ঘটনায় জড়িত চার জনের নামও পুলিশকে জানিয়েছে দীনেশ। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হরিয়ানার রাগিনি গান এবং নাচের জন্য হর্ষিতা জনপ্রিয় ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইল ভিডিও পোস্ট করে সে জানায়, তাকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছে, তবে তাতে সে একেবারেই ভীত নয়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে