শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৪:০৫

এই গ্রামের সবাই কোটিপতি, সুযোগ সুবিধা জানলে চমকে যাবেন!

এই গ্রামের সবাই কোটিপতি, সুযোগ সুবিধা জানলে চমকে যাবেন!

এক্সক্লুসিভ ডেস্ক: গ্রামের গল্পটা একটু অবাক করার মতোই। একসময় সেখানকার অধিবাসীদের ঘিরে রেখেছিল দারিদ্র্য। সাধারণ কৃষিকাজ ছিল যাদের একমাত্র জীবিকা সেই তারাই এখন বিশ্বের সবচেয়ে ধনী গ্রামের বাসিন্দা। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আছে ২৫ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় ২১ কোটি ২৪ লাখ টাকা প্রায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চীনের হুয়াক্সি গ্রামটিকে আখ্যা দিয়েছে ‌সবচেয়ে ধনী মানুষের গ্রাম হিসেবে। এটিকে বলা হচ্ছে কমিউনিস্ট ইউটোপিয়া বা ‘সাম্যবাদের কল্পরাজ্য’।

তবে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, হুয়াক্সির সবাই ধণাঢ্য হলেও সেখানকার সবকিছুই একটু আলাদা ধাঁচের। সাধারণত গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি দেয়া হয় না অধিবাসীদের। একসময়ের খুব সাধারণ কৃষকসমাজ ইস্পাত ও জাহাজের বাজারে বহু কোটি টাকার সম্পদের রাজ্যে রূপান্তরিত হয়েছে। প্রায় দুই হাজার নিবন্ধিত অধিবাসীর বসবাস। তাঁদের স্বাস্থ্য, শিক্ষাসহ সবকিছু বিনা মূল্যেই দেয়া হয়।

এখানকার প্রত্যেকেই সপ্তাহে সাত দিন কাজ করেন। তাঁদের ছুটি বলে কিছু নেই। গ্রামটি প্রতিষ্ঠা করেন হুয়াক্সি ভিলেজ কমিউনিস্ট পার্টি কমিটির সাবেক সেক্রেটারি উ রেনবাও। জিয়াংশু প্রদেশে অবস্থিত হুয়াক্সি গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী কম করেও দুটি গাড়ি রয়েছে। শুধু তা-ই নয়, ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের ব্যাংক-ব্যালেন্স রয়েছে। সঙ্গে রয়েছে বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা।

২০১১ সালে গ্রামটির ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩২৮ মিটার উঁচু বড় ভবন তৈরি করা হয়। গ্রামের সব বাসিন্দা একসঙ্গে সমবেত হওয়া ও খাওয়ার জন্য বিশাল জায়গা রয়েছে। গ্রামে জুয়া খেলা ও মাদকসেবন পুরোপুরি নিষিদ্ধ। গ্রামটির বড় আশ্চর্যের বিষয় হচ্ছে- গ্রাম ছাড়লেই সব শেষ! কেউ সঙ্গে কিছু নিতে পারবে না। গ্রামের সম্পদ গ্রামেই থাকবে। ধনী অথচ রহস্যময় এক গ্রামের নাম হুয়াক্সি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে