এক্সক্লুসিভ ডেস্ক: জোমস ক্যামেরনের এপিক রোম্যান্টিক ছবি ‘টাইটানিক’ (১৯৯৭)-এর কাহিনি কী— এ প্রশ্ন করলে সকলেই হাঁ হাঁ করে উঠবেন। সত্যি, এমন অসঙ্গত প্রশ্নের কোনও মানে হয় না। গরিব জ্যাক আর ধনী-অভিজাত রোজের অসমাপ্ত প্রেম কাহিনিও এই ছবির কেন্দ্র। গত দুই দশকে জ্যাক ও রোজ আধুনিক পৃথিবীর রোমিও-জুলিয়েট বা ত্রিস্তান-ইসোল্ডে পরিণতি পায়। আর এই পরিণতিই ক্যামেরনের ছবিকে নিয়ে যায় ‘মডার্ন ক্লাসিক’-এর উচ্চতায়। আজ, বিশ বছর পরেও ‘টাইটানিক’ সম্পর্কে আবিশ্ব মানুষের কৌতূহল সেই সত্যেরই সাক্ষ্য দেয়।
কিন্তু, ‘টাইটানিক’-এ জ্যাকের সাগরযাত্রায় রোজই কি একমাত্র নারী? না জ্যাকের নজর কেড়ে নিয়েছিল আর একটি মেয়েও। সেই চরিত্রটির নাম ‘কোরা’।
কোরা একটি ছোট্ট মেয়ে, ছবিতে সে-ও ছিল জ্যাকের মতোই থার্ড ক্লাসের যাত্রী। রোজ যখন জ্যাককে খুঁজতে সেই নিম্নবর্গীয় ডর্মিটরিতে পৌঁছয়, সেখানে তখন পার্টি মুড। এই সিকোয়েন্সেই তোলা হয় এই ছবির বিখ্যাত ‘থার্ডক্লাস ডান্স’-এর দৃশ্য। জ্যাক ও রোজের প্রথম কাছাকাছি আসা। সেখানেই দেখা মেলে কোরা কার্টমেল নামের এই মিষ্টি মেয়েটির। সমালোচকদের মতে, সে যেন গোটা ছবিতেই জ্বেলে দিয়েছিল স্নিগ্ধ এক আলো। সেও সঙ্গী হয় জ্যাকের। নাচের তালে সে-ও মাতিয়ে তোলে জাহাজের ফ্লোর। এই সময়েই রোজ তাকে জিজ্ঞেস করে, তার বিয়েতে সে বেস্ট গার্ল হতে রাজি আছে কি না।
তার পরে কোরা কার্টমেলকে ছবিতে আর সেভাবে দেখা যায়নি। কিন্তু পরে যখন ছবির বাদ দেওয়া দৃশ্যগুলি প্রকাশিত হয়, তখন দেখা যায় যে, জাহাজডুবির সময়ে এক দৃশ্যে দেখা গিয়েছিল কোরাকে। মর্মান্তিক ভাবে সে তলিয়ে যায় অতলান্তিকের অতলে।
মন দিয়ে যাঁরা দেখেছেন এই ক্যামেরন-ক্লাসিক, তাঁরা কিছুতেই ভুলতে পারবেন না এই ক্যামিও চরিত্রের অভিনেত্রীকে। আজ যখন ‘টাইটানিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে হইচই, তখন অবধারিত ভাবে মনে পড়ছে কোরার কথা। এই ভূমিকায় অভিনয় করেছিল শিশুশিল্পী আলেকজান্দ্রা আওয়েনস। প্রশ্ন উঠছে, কোথায় সে? কেমন আছে সে? কেমন দেখতে হয়েছে সে?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর খবরে প্রকাশ, আলেকজান্দ্রা ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সৃজনশীল সাহিত্যে স্নাতক হয়েছেন। বেশ কিছু রম্যরচনা লেখার পরে তিনি এই মুহূর্তে উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছেন। চেহারায় পরিবর্তন এলেও আজও অনেকেই তাঁকে ‘কোরা’ বলে চিতে পারেন। অভিনয়ে আর ফেরেননি আলেকজান্দ্রা। কিন্তু ‘টাইটানিক’-কে কোনও দিনই ভুলতে পারবেন না— এই কথায় কোনও জড়তা নেই আলেকজান্দ্রার।
এমটি নিউজ/আ শি/এএস