এক্সক্লুসিভ ডেস্ক: কেরিয়ারে সাফল্য? না! এই প্রশ্নের খুব একটা আশাব্যঞ্জক উত্তর অন্তত অভিষেক বচ্চন দিতে পারবেন না। অন্তত এমনটাই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। ফলে তাঁর কেরিয়ারকে একটু চকচকে করতে নাকি এ বার কোমর বেঁধেছেন ঐশ্বর্যা রাই বচ্চন।
কিন্তু, কী ভাবে? বিষয়টি ঠিক কী?
শোনা যাচ্ছে, অভিষেকের কেরিয়ারে শান দিতে পুরনো প্রেমিক সলমন খানের থেকে একটি বিশেষ জিনিস নিয়েছেন ঐশ্বর্যা। আর সেটাই নাকি এখন তাঁর তুরুপের তাস!
শোনা যাচ্ছে, সলমনের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টি নাকি এ বার অভিষেকের হয়ে কাজ করবেন। সলমনের সঙ্গে গত ন’বছর কাজ করেছেন রেশমা। বলি মহলের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। সে কারণেই এ বার থেকে নাকি রেশমার সাজেশন অনুযায়ী চলবে অভিষেকের কেরিয়ার।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
এই প্ল্যানের মাস্টারমাইন্ড কে জানেন? বলি মহলের একটা বড় অংশের দাবি, তিনি হলেন ঐশ্বর্যা রাই বচ্চন।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস