এক্সক্লুসিভ ডেস্ক: টেকনাফ শাহপরীর দ্বীপে জেলেদের জালে আটকা পড়েছে ৫৭ কেজি ওজনের একটি পোয়া মাছ। মাছ ব্যবসায়ীরা মাছটির বাজারমূল্য অনুমান করছেন ন্যূনতম এক লাখ ৮৫ হাজার টাকা।
জানা যায়, টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার বাসিন্দা মো. ইউনুছের মালিকানাধীন ইঞ্জিনচালিত একটি নৌকা শনিবার সকালে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। দুপুরে জেলেরা সাগরে ফেলা জাল টানার সময় ছোট-বড় মাছের সঙ্গে একটি বড় আকারের পোয়া মাছ নৌকায় তোলে।
পরে পশ্চিমপাড়া খালের ভাঙ্গার মাথায় মাছটি তোলা হলে বহু ক্রেতা দরদাম করার পর সাবরাং নোয়াপাড়ার ফিরোজ আহমদ নামে এক মাছ ব্যবসায়ী এক লাখ ৪০ হাজার টাকা দামে ইউনুছের নৌকার জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন। তিনি আবার সঙ্গে সঙ্গেই ২০ হাজার টাকা লাভে মো. এবাদুর রহমান নামের আরেক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন।
নৌকার মাঝি বাদল বলেন, মাছটির বাজারমূল্য দুই লাখের কাছাকাছি হবে। মাছটি দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য আমাদের কাছে তেমন ব্যবস্থা না থাকায় কম সময়েই সেটি বিক্রি করে দিয়েছি। হয়তো আরো অপেক্ষা করলে বা অন্য কোথাও মাছটি বিক্রি করলে আরো বেশি দাম পেতাম। এখন যে দাম পেয়েছি তাতেও আমরা সবাই খুশি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস