রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪৫:০৭

আকাশে উড়ল বিশ্বের সবথেকে বড় উভচর বিমান

 আকাশে উড়ল বিশ্বের সবথেকে বড় উভচর বিমান

এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বের সবথেকে বড় উভচর বিমান আকাশে ওড়াল চিন। নিজেদের দেশেই তৈরি করা হয়েছে AG600 নামে এই বিমান। রবিবার বিমানটি আকাশে ওড়ানো হয়। বিমানটির কোড নেম “Kunlong”. চিনের ঝুহাই থেকে ওড়ানো হয় বিমান। ঘণ্টাখানেক আকাশে ওড়ার পর সেটি অবতরণ করে।

এই বিমানের ডানার দৈর্ঘ্য ১২৭ ফুট, এতে চারটি টার্বো-প্রপ ইঞ্জিন রয়েছে। ৫০ জন যাত্রীকে উড়তে পারে এটি। ১২ ঘণ্টা আকাশে থাকার ক্ষমতা রাখে “Kunlong”. বিমানের চিফ ডিজাইনার হুয়াং লিংকাই জানিয়েছেন, বিশ্বের মাত্র কয়েকটি দেশ এই উভচর বিমান তৈরিতে সক্ষম। এবার সেইসব দেশের তালিকায় নাম লেখাল চিন।

এই উভচর বিমান সামরিক ক্ষেত্রে কাজে লাগানোর পাশাপাশি আগুন নেভানো কিংবা উদ্ধাররে কাজেও লাগানো যেতে পারে। বিমানটির নির্মাতা সংস্থা চিনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পের কাছে এখনও পর্যন্ত ১৭টি উভচর বিমানের অর্ডার এসেছে। বোয়িং-৭৩৭-এর মতই আকারে বড় এটি।

মনে করা হচ্ছে, চিন এই বিমানকে ব্যবহার করে আরও সহজেই দক্ষিণ চিন সাগরে আধিপত্য বজায় রাখতে পারবে। কারণ, মাত্র চার ঘণ্টায় এই বিমান চিনের দক্ষিণ প্রান্তের শহর সানায়া থেকে পৌঁছে যেতে পারবে চিনের দাবি করা দ্বীপগুলিতে।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই অঞ্চলে সামরিক শক্তি ক্রমশ বিস্তৃত করে চলেছে চিন। কিছুদিন আগেও স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল সেই ছবি। দেখা গিয়েছে, ৭২ একর বা ২৮ হেক্টর জায়গা জুড়ে নির্মাণ বানিয়েছে বেজিং। শুধুমাত্র ২০১৭ সালে স্প্র্যাটলি ও প্যারাসেল নামে দুই দ্বীপ জুড়ে তৈরি হয়েছে ওই কনস্ট্রাকশন। মূলত এয়ার ফোর্স ও নেভির ঘাঁটি তৈরি করা হয়েছে ওইসব অঞ্চলে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে