সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৭:৫৮

আধা কিলোমিটার লম্বা ঝুলন্ত কাচের ব্রিজ!

 আধা কিলোমিটার লম্বা ঝুলন্ত কাচের ব্রিজ!

এক্সক্লুসিভ ডেস্ক: সব থেকে উঁচু কাচের ব্রিজ তৈরি করে আগেই আলোচনার জন্ম দিয়েছিল চীন। এবার সব থেকে লম্বা কাচের ব্রিজ তৈরি করে সাড়া ফেলে দিয়েছে চীন। ৪৮৮ মিটার লম্বা এই কাঁচের ব্রিজটি তৈরি করা হয়েছে চীনের হেবেই প্রদেশের সিজিয়াঝুঙয়ে।
 
মূলত দুটি পাহাড়ি  অঞ্চলকে যুক্ত করা হয়েছে এই ব্রিজের মাধ্যমে। মাটি থেকে ২১৮ মিটার উচ্চতার এই ব্রিজ দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকালে স্বাভাবিকভাবেই যে কারো গা ছমছম করে উঠবে। মোটামুটি ৬৬তলা ভবনের সমান এই উচ্চতা। ব্রিজের ওপর এক সঙ্গে দুই হাজার মানুষ উঠতে পারবে।

তবে কর্তৃপক্ষ আপাতত এক সঙ্গে ৫০০ মানুষের বেশি মানুষকে এক সঙ্গে ব্রিজে ওঠার অনুমতি দিচ্ছে না। গতকাল রবিবারই ব্রিজকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উচ্চতা ভীতি না থাকলে যে কোনো পর্যটকের জন্যই এটি হতে পারে চমত্কার একটি ভ্রমণকেন্দ্র।-এনডিটিভি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে