এক্সক্লুসিভ ডেস্ক: বলিউড তারকাদের সঙ্গে ক্রিকেটারদের রোম্যান্স নতুন কোনো ঘটনা নয়। বিরাট কোহলি ও আনুশকা শর্মার রিসেপশনই তো এখনও শেষ হয়নি। এবার গুঞ্জন শুরু হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। নিজের ইনস্টাগ্রামে আফ্রিদির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন নায়িকা নিজেই।
ভারতীয় গণমাধ্যমে খবর, কিছু দিন আগে শারজায় বসে জমজমাট টি টেন লিগ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে অংশ নেন শহীদ আফ্রিদিও। পাকিস্তানি তারকা যে দলের হয়ে খেলছিলেন, সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আবার জারিন খান! আর সেখানে জেরিন খান আফ্রিদির প্রেমে পড়ে যান বলে খবর।
যদিও আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন জেরিন খান। নিজের টুইটার অ্যাকাউন্টে নায়িকা লিখেছেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে আমার সঙ্গে আফ্রিদির সম্পর্ক নিয়ে লেখা হচ্ছে। পুরো ঘটনা স্পষ্ট করে বলছি, আফ্রিদি একজন সংসারী মানুষ এবং একজন পুরোপুরি ভদ্রলোক। এরকম রটনায় কোনোভাবেই কর্ণপাত করবেন না।’
এমটি নিউজ/আল-আমিন