বিনোদন ডেস্ক: বিরাট-অনুষ্কার মুম্বইয়ের রিসেপশনে পাপারাত্জির ক্যামেরার ফ্ল্যাশে সব সময়ই ছিলেন ক্যাটরিনা কাইফ। ‘সিমারিং’ গাউন পরে বিরুষ্কার রিসেপশনে যখন ক্যাটরিনা হাজির হন, তখন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু, বিরুষ্কার রিসেপশনে হঠাতই উধাও হয়ে যান ক্যাটরিনা। সেই ঘটনা চোখে পড়ার পরই শুরু হয় জল্পনা। বিরুষ্কার রিসেপশন ছেড়ে কোথায় গেলেন ক্যাট, জানেন?
জানা যায়, বিরাট-অনুষ্কার রিসেপশনের পর সোজা সলমন খানের ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা। ‘ভাইজান’-এর ৫২তম জন্মদিন বলে কথা। তাই, বিরুষ্কার রিসেপশন ছেড়ে সালমানের পানভেল ফার্ম হাউজে হাজির হন ক্যাটরিনা কাইফ। সেখানেই চলে রাতভর পার্টি। তবে শুধু কি ক্যাটরিনা? সালমানের তবে শুধু কি ক্যাটরিনা, এম এস ধোনি, সালমান খানের জন্মদিনের পার্টিতে হাজির হন তাঁর প্রাক্তন বান্ধবীরা। সেই তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, স্নেহা উলালও। ‘ভাইজান’-এর ফার্ম হাউজে দেখা যায় মৌনি রায়, করিশ্মা তান্না, আথিয়া শেঠি, আরবাজ খান, সোহেল খান, অনিল কাপুরদেরও।
এমটি নিউজ/এজে