বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫০:২৩

রাজশাহীতে একসাথে তিন সন্তান প্রসব

রাজশাহীতে একসাথে তিন সন্তান প্রসব

এক্সক্লুসিভ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুর উপজেলার সারলডাঙ্গা গ্রামের আবদুল্লাহিল কাফীর স্ত্রী শ্যামলী বেগম (২১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৩টি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এই সন্তানগুলো প্রসব করেন।

তিন সন্তান প্রসব করা শ্যামলী বেগমের স্বজনরা জানিয়েছেন, খুবই আশঙ্কাজনক অবস্থায় শ্যামলীকে মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর ৩টি নবজাতককের জন্ম হয়। পরে এই ৩টি কন্যা নবজাতককে দেখতে উৎসুক জনতা হাসপাতালে ভিড় জমায়।

ওই তিন কন্যাকে নিয়ে বাবা আবদুল্লাহিল কাফী বলেন, আমি খুবই খুশি হয়েছি। আমার পরিবারের সবাইও খুশি। বাড়ি গিয়ে আকিকা দিয়ে ৭ দিনের মধ্যে আমার কন্যাদের নাম রাখবো।

এ ব্যাপারে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা: সালেহা জেসমীন জানান, মা ও নবজাতকেরা সুস্থ আছে। নবজাতকগুলোর প্রথমটির ওজন পৌনে ২ কেজি, দ্বিতীয়টি ২ কেজি এবং তৃতীয়টি দেড় কেজি ওজন নিয়ে জন্ম নেয়। তারা এখন ঝুঁকিমুক্ত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে