এক্সক্লুসিভ ডেস্ক: সৈকতে হেঁটে বেড়াচ্ছেন তিনি। নাশতায় খাচ্ছেন দোসা। কিন্তু বাইসাইকেল? হ্যাঁ কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছাড়ার পর সোনিয়া গান্ধীকে গোয়ায় বাইসাইকেলে করে ঘুরে বেড়াতেও দেখা গেছে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ভারতের গোয়ার একটি রিসোর্টে উঠেছেন কংগ্রেসের সাবেক এই সভাপতি। সেখানে মূলত তিনি অবকাশ যাপন করতে গেছেনন। আছেন বেশ ফুরফুরে মেজাজেই।
প্রতিবেদন থেকে জানা গেছে, রিসোর্টে যোগব্যায়াম ও বই পড়ে বেশি সময় কাটাচ্ছেন সোনিয়া। এছাড়া সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেও সময় পার করছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করেছেন রাহুল গান্ধী। মা সোনিয়া গান্ধী দায়িত্বমুক্ত হয়ে গেছেন অবকাশ যাপনে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস