শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২০:০৫

তোতা মিয়া ডাকলেই চলে আসে হাজারো শালিক!

তোতা মিয়া ডাকলেই চলে আসে হাজারো শালিক!

এক্সক্লুসিভ ডেস্ক : পাখির সঙ্গে বন্ধুত্ব! কথাটা বিশ্বাসযোগ্য মনে না হলেও সত্যি।  পাখির সঙ্গে তোতা মিয়ার অদ্ভুত এক সখ্য।  ডাক দিলেই চলে আসে হাজারো শালিক।

যশোরের বেনাপোলের চন্দর পোলের তোতা মিয়া। নিয়ম করে প্রতিদিন চার বেলা খাবার দেন তিনি।  তোতা মিয়ার সঙ্গে পাখির সখ্যতা দেখে চমৎকৃত স্থানীয়রা।

তোতা মিয়ার এক ডাকেই সাড়া দেয় অন্তত দুই হাজার পাখি।  খাবার খেয়েই আবার চলে যায় পাখিগুলো।  যশোরের নাভারন- চন্দেরপোল গ্রামের চা দোকানি তোতা মিয়া।

বছর তিনেক আগে তার দোকানের পাশে বিস্কুটের গুড়ো ফেলার পর ১০ থেকে ১৫টি শালিক আসে সেখানে।  পাখিগুলোর প্রতি মায়া জমে যায় তোতা মিয়ার।  এরপর প্রতিদিন রুটি-বিস্কুট ও মুড়ি ছড়িয়ে দেন রাস্তার পাশে ফাঁকা মাঠে।  এতে দিন দিন বাড়তে থাকে পাখির সংখ্যা।

তোতা মিয়ার ভালোবাসার পাখিগুলো দেখতে দূর থেকে আসে মানুষজন।
তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারবার খাবার দেন পাখিগুলোকে।
প্রতিদিন দুই থেকে তিন কেজি চালের ভাত লাগে তার।

এ মানুষটির টাকা খরচ হয় বটে কিন্তু তাতে তিনি যে সুখ পান তা যে অমূল্য।
তোতা মিয়া ডাকলেই ছুটে আসে পাখিরা।  কিন্তু অন্য কারো ডাকে সাড়া দেয় না পাখিরা।  বিষয়টি অবাক করে অন্যদের।
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে