বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ১০:৩৮:৫৫

নোংরা কার্যকলাপ প্রকাশ করতে ৫০ বছর লাগবে

নোংরা কার্যকলাপ প্রকাশ করতে ৫০ বছর লাগবে

এক্সক্লুসিভ ডেস্ক: হলিউডে শারীরকি হেনস্থা প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড তারকারা। নারীদের এগিয়ে আসার কথাও বলেছেন শাহরুখ থেকে সালমান। কিন্তু, তাতেও বলিউডে যৌন হেনস্থার কোনও অভিযোগ সামনে আসেনি। কারোর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি কাউকে। এবার এনিয়ে কথা বললেন অভিনেত্রী শ্রুতি শেঠ। তাঁর বক্তব্য, হেনস্থার ঘটনা বলিউড সামনে আনলে তিনি অবাক হবেন।

শ্রুতির বলেন, হলিউডের দু’দশক লেগেছে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলতে। তাহলে বলিউডের কত সময় লাগবে? তাঁর টুইটবার্তা, বলিউড যদি নোংরা কার্যকলাপগুলি সামনে আনে, তাহলে আমি আশ্চর্য হব। হলিউডের মুখ খুলতে ২৫ বছর সময় লেগেছে। আমাদের আরও ৫০ বছর লাগবে।

হিন্দি ধারাবাহিকের চেনা মুখ শ্রুতি। কাজ করেছেন ছবিতেও। কাজল-আমির খান অভিনীত ফানা ছবিতেও দেখা গেছে তাঁকে। শরারত ধারাবাহিক থেকে নিজের পরিচয় বানিয়েছিলেন শ্রুতি। এর আগে রিচা চাড্ডা, রাধিকা আপ্তে, ভূমি পেডনেকর, বিদ্যা বালান, শাহরুখ খান, সালমান খান, আমির খান সহ একাধি তারকা যৌন হেনস্থা প্রসঙ্গে কথা বলছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে