বিনোদন ডেস্ক: ভারতে শচিন টেন্ডুলকার যদি হন ক্রিকেটের ঈশ্বর; তাহলে শাহরুখ খানকে বলতে হবে অভিনয় জগতের ঈশ্বর। বলিউডে দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তার করে চলছেন এই অভিনেতা। শুধু বলিউডে নয়, মস্কো থেকে টকিও, ব্রিসবেন থেকে মন্ট্রিয়েল সারা বিশ্বে রয়েছে তাঁর অগনিত ভক্ত। কিছুদিন আগে তিনি ৫২ বছরে পা রেখেছেন এই সফল অভিনেতা ও প্রযোজক। এই বয়সেও তাঁর জনপ্রিয়তায় কোন ধরনের ভাটা পড়েনি, বরং বেড়েই চলছে। বলিউড বাদশার ৫২ বছরেও এত জনপ্রিয়তার অন্তত ৫২ টি কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে-
১। খুব সাধারণ মানুষ থেকে বলিউড বাদশা হয়েছেন তিনি। যা অন্যান্য উঠতি অভিনেতাদের জন্য অনুপ্রেরণা।
২। নায়ক হতে গেলে পড়াশোনা গোল্লায় যায় এই তত্তে বিশ্বাসী ছিলেন না শাহরুখ। অর্থনীতিতে স্নাতকসহ তিনি জামিয়া মিল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে গণ যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
৩। খুব ছোট বেলায় বাবা-মা হারানোর পর নিজের ছোট বোনের দেখা-শোনার দায়িত্ব একাই নেন শাহরুখ।
৪। ফৌজি এবং সার্কাস শো এর মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে।
৫। বলিউডে তাঁর অভিষেক হয় দিওয়ানা ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমেই তিনি দীর্ঘদিন ধরে চলেতে থাকা অ্যাকশেন হিরোর ধারা বদলে দিয়ে চকলেট হিরো বনে যান।
৬। অভিনয়ে খুব দ্রুত তিনি ইমেজ বদলে ফেলতে পারেন। যা তিনি দেখিয়েছিলেন ডর ও বাজিগর সিনেমায়।
৭। ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য শাহরুখের সর্বকালের সেরা রোম্যান্টিক হিরোর তকমা জুটে।
৮। শাহরুখ খানের কল্যাণে রাহুল এবং রাজ নাম দুটি দারুন জনপ্রিয় হয়। কারণ বেশীরভাগ ছবিতেই তাঁকে এই দুটি নামে দেখা যেত।
৯। ছেলেদের দুই শ্রেণিতে ভাগ করা হয়। এক হচ্ছে যারা শাহরুখ খানের মত রোম্যান্টিক ভাবে হাত প্রসারিত করতে পারে আর দুই হচ্ছে যারা পারে না!
১০। তাঁর টোল পড়া গালের হাসি যেকোনো মেয়ের মন ভালো করে দিতে যথেষ্ট।
১১। পর্দায় কেউই শাহরুখের মত কলেজ রোমান্সকে ফুটিয়ে তুলতে পারে নি।
১২। তিনি বুঝিয়েছেন মানুষের জীবনে বন্ধুত্বের ভুমিকা কতটা গুরুত্বপূর্ণ। শত হলেও ‘পেয়ার দোস্তি হ্যায়’
১৩। এছাড়া তিনি বিশ্বাস করতে শিখিয়েছেন যে জীবনের সবকিছুই মাতা-পিতার জন্য।
১৪। কাজলের সঙ্গে গড়া জুটি তাঁকে কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গেছে।
১৫। গৌরির সঙ্গে তাঁর ব্যক্তিগত ভালবাসার সম্পর্ক অত্যন্ত মধুর।
১৬। নারীদের প্রতি রয়েছে তাঁর বিস্তর সন্মান। একবার তিনি বলেছিলেন, আমি মেয়েদেরকে ছেলেদের সমান ভাবি না। কারণ তাঁরা ছেলেদের চেয়ে এগিয়ে।
১৭। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শাহরুখ। সব ধর্মের প্রতি রয়েছে সমান শ্রদ্ধা।
১৮। তাঁর বাড়ি মান্নাত দিয়ে মুম্বাইতে ল্যান্ডমার্ক সৃষ্টি করেছেন।
১৯। পর্দায় তিনি সব নাইকাদেরে সঙ্গে ফিট।
২০। তাঁকে বলা যায় পৃথিবীর সেরা বাবাদের একজন।
২১। বয়স পঞ্চাশোর্ধ হওয়া সত্ত্বেও তিনি বাচ্চাদের মত ভিডিও গেমস খেলে বেড়ান।
২২। তাঁর ব্যাক্তিগত ইমেজ এতটাই প্রবল যে, একটি দেশ পরিবর্তনের ক্ষমতা রাখেন।
২৩। একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের চাইতেও বেশী কৌতুকপ্রিয় শাহরুখ।
২৪। পর্দায় তাঁর কান্নায় ভক্তরাও কাঁদেন।
২৫। তিনি বলিউডের সর্বকালের অন্যতম সেরা আবেদনময় পুরুষ।
২৬। তাঁর বুদ্ধিমত্তা ভক্তদের চমকে দেয়।
২৭। তাঁর ছবি মানুষকে ভালোবাসতে শিখিয়েছে।
২৮। তিনি সবসময় দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলেন।
২৯। সাধারণ মানুষের মত তিনিও গাড়ি থেকে শুরু করে নিজের ব্যক্তিগত জিনিস কেনা- বেচা করেন।
৩০। দিলীপ কুমার ও অমিতাভ বাচ্চনের পাশাপাশি তিনিও গোটা বলিউডকে প্রতিনিধিত্ব করছেন।
৩১। তিনি অভিনয়ে বানিজ্য ও শিল্পের যথাযথ মানদণ্ড বজায় রাখেন।
৩২। তাঁর অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ আজও দর্শকদের শিহরীত করে।
৩৩। চাক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখের ‘৭০ মিনিট’ নামক দৃশপট আজও যেকোন খেলোয়াড়দের অনুপ্রাণিত করে।
৩৪। তিনি মেকাপ ছাড়াও দেখতে ভালো।
৩৫। তিনি একজন সফল ব্যবসায়ী। ‘রেড চিলি’ তাঁর লাভজনক প্রযোজনা প্রতিষ্ঠান।
৩৬। তিনি ভারতে আধুনিক ও উন্নত প্রযুক্তির ভিজুয়াল ইফেক্টস কোম্পানি প্রতিষ্ঠা করেন।
৩৭। তিনি ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।
৩৮। এক দিনে ৪৪ কোটি মানুষ তাঁর হ্যাপি নিউ ইয়ার ছবি দেখে রেকর্ড গড়েছে।
৩৯। তাঁর ব্যবসায়ের কৌশল ইতোমধ্যে ব্যবস্থাপনার শিক্ষণীয় অংশ হয়ে গেছে।
৪০। মানবতা ও দাম্ভিকতার যথার্থ উদাহরণ শাহরুখ খান।
৪১। পেটের মাংসপেশিতে ৮টি ভাঁজ ফেলেও তিনি অন্যান্য নায়কদের চাইতে ফিট।
৪২। প্রথম ভারতীয় হিসেবে মাদাম ত্যুসু জাদুঘরে তাঁর মমের মূর্তি স্থান পায়।
৪৩। তিনি বিখ্যাত লেজিও ডি অনার ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টোরেট ডিগ্রী লাভ করেন।
৪৪। তিনি ভারতের অন্যতম প্রাণোচ্ছল টিভি উপস্থাপক।
৪৫। সিনেমার মত তাঁর টুইট বার্তাও থাকে মজাদার।
৪৬। অহংকার পছন্দ করেন না শাহরুখ।
৪৭। অনেক অবাঙালি মানুষ ও তাঁর ক্রিকেট টিমের করব লড়ব জিতব শ্লোগানের সঙ্গে ঠোঁট মিলায়।
৪৮। তিনি তাঁর ভক্তদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে সাধারণ মানুষের মত মিশে যান।
৪৯। তিনি বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন অভিনেতা।
৫০। ক্রিকেট পছন্দ না করা মানুষকে ক্রিকেটের ভক্ত বানিয়েছেন তিনি।
এমটি নিউজ/এপি/ডিসি