বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ১১:৪৭:৪৩

২০১৮ বার পানিতে ডুবে ২০১৮ সাল বরণ করলেন তিনি!

২০১৮ বার পানিতে ডুবে ২০১৮ সাল বরণ করলেন তিনি!

এক্সক্লুসিভ ডেস্ক: নতুন বছরের উচ্ছ্বাসে কোথাও কমতি ছিল না। আনাচে-কানাচে ছোট-বড় সেলিব্রেশনে সকলেই মেতেছেন। কিন্তু ক’জন ঠান্ডা পানিতে ডুব দিয়েছেন? তাও আবার এক-দুই নয় টানা ২০১৮ বার?

ভারতের বিষ্ণুপুরের লালবাঁধের ঠান্ডা জলে ২০১৮ বার ডুব দিয়ে নজির গড়লেন সদানন্দ দত্ত।  নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতেই বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দের এই ম্যারাথন ডুবকি।

তবে এবছরই প্রথম নয় এর আগেও এমন কাজ করেছেন সদানন্দ।  নতুন বছর শুরুর প্রথম দিনে শীতের শিরশিরানি গায়ে মেখেই কনকনে ঠান্ডা জলে তাঁর ডুব দেওয়ার খবর ছড়িয়ে গিয়েছে আশপাশের বেশ কয়েকটি জেলায়।  যুবকের ডুব দেওয়া দেখতে প্রতি বছরের মতো এবছরও এলাকার বহুমানুষ লালবাঁধের ধারে ভিড় জমিয়েছিলেন।

নতুন বছরের শুরুতে শীতের নরম রোদ গায়ে নিয়ে একেবারে পেশাদার সাঁতারুর মতোই ২০১৮ বার ডুব দিলেন সদানন্দ।  কনকনে ঠান্ডা জলে এক আধবার নয়, উপর্যুপরি ২ হাজার ১৮ বার ডুব দেওয়া উপভোগ করলেন মন্দির নগরীতে আগত পর্যটকরা। সূত্র- সংবাদ প্রতিদিন
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে