বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৭:৩৯

চরিত্রের স্বার্থে এমন কাজটি করলেন সোনাক্ষী!

চরিত্রের স্বার্থে এমন কাজটি করলেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক: যারা অভিজাত জীবন যাপন করেন, তাদের মধ্যে অনেকের মদপানে আসক্তি লক্ষ করা যায়। তবে সবার ক্ষেত্রে যে এটা সত্য, সেটাও কিন্তু নয়। বলিউডে অনেক তারকার বিরুদ্ধে মদপানের অভিযোগ রয়েছে। অবশ্য কোনো-কোনো তারকা সেই অভিযোগের ধার ধারেন না। নিজস্ব লাইফস্টাইলকে প্রাধান্য দিয়েই তারা চলেন।

মদপানে বিষয়ে বলিউড স্টার সোনাক্ষী সিনহা জানিয়েছেন, তিনি মদপান পছন্দ করেন না। ভারী চেহারা ছিল সোনাক্ষী সিনহার। বলিউডে আসার পর চরিত্রের স্বার্থে মেদ ঝরিয়ে অনেকটাই স্লিম হয়েছেন। আর সে জন্য সোনাক্ষী মদ ছুঁয়েও দেখেন না বলে দাবি করা হয়েছে।

সোনাক্ষী সিনহা বিহার থেকে এসে বলিউডে জনপ্রিয় নায়িকা হয়েছেন। ২০১০ সালে সালমান খানের 'দাবাং' ছবিতে তার অভিষেক হয়। ছবিটি বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসাসফল ছবির মর্যাদা লাভ করে। তিনি নারী চরিত্রে অভিষেকের জন্য 'ফিল্মফেয়ার' পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসাসফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে