বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০৮:২১:৫৩

বিয়ের আসরে বসে হাউহাউ করে কাঁদছে ইঞ্জিনিয়ার পাত্র! কারণ জানলে শিউরে উঠবেন

বিয়ের আসরে বসে হাউহাউ করে কাঁদছে ইঞ্জিনিয়ার পাত্র! কারণ জানলে শিউরে উঠবেন

এক্সক্লুসিভ ডেস্ক: বি.টেক পড়া শেষ করে সদ্যই নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন বছর ২৯-এর বিনোদ কুমার ৷ কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি তরুণ ৷ পটনায় বোকারো স্টিল প্ল্যান্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে এসে ‘পাকরাও শাদি’-এর শিকার হলেন বিনোদ ৷ বন্দুকের নলের সামনে জোর করে অপরিচিত পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়া হল রাঁচির বাসিন্দা বিনোদ কুমারকে ৷

ছেলে অপহরণ করে বন্দুকের নলের মুখে জোর করে বিয়ে দেওয়া বিহারের বহুদিন ধরে চলে আসা একটি প্রথা ৷ আইন-শৃঙ্খলার কড়াকড়িতে বেশ কয়েক বছর ধরে এমন পন্থায় বিয়ের খবর প্রকাশ্যে না এলেই এই প্রথা যে গোপনে হলেও চালু রয়েছে তা স্বীকার করেছেন বিহারের অনেক মানুষ ৷

প্রকাশ্যে আসা ভিডিও দেখা যাচ্ছে পাশে বসে থাকা পাত্রীকে সিঁদুর পরাতে বিনোদ নারাজ বিয়ের মঞ্চে বসে হাউহাউ করে কাঁদছেন আর আকুতি করছেন যেন এইভাবে তাঁর বিয়ে না দেওয়া হয় ৷ পাত্রকে এমন কাঁদতে দেখে হতভম্ব উপস্থিত সকলে ৷ কনেপক্ষের এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘এমন কান্নাকাটির কী হয়েছে? কোন পাহাড় তোমার কাঁধে চাপানো হচ্ছে? শুধু বিয়েই তো দেওয়া হচ্ছে ৷’ ঘটনাটি ঘটেছে পটনা পান্ডরাক জেলায় ৷

বিনোদ কুমারের বিয়ের এমন দৃশ্য মনে পড়িয়ে দিচ্ছে ২০০৭ সালে জাতীয় পুরস্কার জয়ী হিন্দি সিনেমা ‘অন্তর্দ্বন্দ্ব’-এর কথা ৷ এই সিনেমার মূল বিষয়ই ছিল বিহারের ‘পাকরাও শাদি’ প্রথা ৷

বিনোদের অপহৃত হওয়া ও জোর করে বিয়ের ঘটনা কোনও বলিউডি মুভির গল্পের থেকে কম রোমহর্ষক নয় ৷ ২ ডিসেম্বর নতুন চাকরিতে যোগ দিতে বিনোদ রাঁচি থেকে পটনা যান। পরদিনই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ৷ সেখানে সুরেন্দ্র যাদব নামে বিনোদের এক পরিচিত তাঁকে সুরজভান সিং নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার কথা বলে ফোন করে। উল্লেখ্য, সুরজভান সিংয়ের অনেক সাংসদ-বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে জানতে পারে বিনোদ ।

সুরজভানের সঙ্গে পরিচয় জমাতে বিনোদ এক বন্ধুকে নিয়ে মোকামা স্টেশনে যান। সেখানে তাঁর সঙ্গে দেখা করে সুরেন্দ্র। সুরভাজন সিংয়ের সঙ্গে দেখা করানোর কথা বলে বিনোদকে নিয়ে যায় সে। সুরেন্দ্রর কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছে বিনোদ দেখতে পায় সেটি একটি বিয়ে বাড়ি ৷ সেখানে বিয়ের আয়োজন চলছে ৷ গন্ডগোলের গন্ধ পেয়ে সেখান থেকে পালাতে গেলে বিনোদকে জোর করে ধরে পাত্রের সাজ পরিয়ে বিবাহ মঞ্চে নিয়ে আসা হয় ও বন্দুকের নল তাক করে বিয়ে করতে বাধ্য করা হয় ৷ ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷-নিউজ১৮বাংলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে