এক্সক্লুসিভ ডেস্ক: জাপানের টোকিওতে মাছের পাইকারি বাজার সুজিকি মার্কেটে একটি দৈত্যাকৃতি নীল টুনা’র নিলাম করা হয়।
এশিয়ার সবচেয়ে বড় মাছের বাজারে ওই দৈত্যাকৃতি মাছটির
দাম ধরা হয় ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থমূল্যে ২ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ১৫০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
ওই বাজারে প্রতি বছরই জানুয়ারির প্রথম সপ্তাহে মাছের নিলামের আসর বসে। গত শুক্রবার হয়েছিল এই নিলাম।
তবে এত দামে মাছ বিক্রির ঘটনা এটিই প্রথম। বিশাল
মূল্যের এ মাছটি কিনেছেন টোকিওর বিখ্যাত রেস্তোরাঁর মালিক হিরোশি ওনোদেরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস