শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৬:০৫

SMS পাঠিয়ে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী!

SMS পাঠিয়ে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী!

এক্সক্লুসিভ ডেস্ক: লোকসভায় পাশ হলেও তিন তালাক বিল আটকে গিয়েছে রাজ্যসভায়। তিন তালাক বিল নিয়ে সরকার-বিরোধী তরজার মধ্যেই এসএমএস পাঠিয়ে তিন তালাক দেওয়ার ঘটনা ঘটল। উত্তর প্রদেশের সুলতানপুরে সৌদি আরবে কর্মরত স্বামী মোবাইলে এসএমএস পাঠিয়ে তালাক দিলেন স্ত্রীকে। গত বছরেই তিন তালাক প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

পণের দাবি না মানায় তাঁকে তিন তালাক দিয়েছেন স্বামী, অভিযোগ নির্যাতিতার। তাঁর বক্তব্য, ''গাড়ি চেয়ে আমাকে হয়রান করতেন শ্বশুরবাড়ির লোকজন। আমার স্বামীও খারাপ ব্যবহার করতেন। আমাকে মেসেজ পাঠিয়ে তালাক দেওয়া হয়েছে। এটা আমার বাড়ি। এখান থেকে কোথাও যাব না।''

নির্যাতিতার বাবার অভিযোগ, ''বিয়ের প্রথম ২ বছরে বেশ ভাল কাটছিল। তারপর থেকেই মেয়ের উপরে নির্যাতন শুরু হল। এরপর একদিন হঠাত্ এসএমএসে তালাক দেয় স্বামী। আমরা পুলিসকে জানায়নি। আমাদের কাছে এটা তালাক।''

গত বছরই তাত্ক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর সরকার নতুন বিল আনে। লোকসভায় সেই বিল পাশ হয়েছে। তবে রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বিরোধীদের বিরোধিতার জেরে বিল পাশ করতে পারেনি মোদী সরকার। রাজ্যসভায় বিলটি ঝুলে রয়েছে।-জিনিউজ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে