শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ১০:২৬:৩৬

যে কারণে দুলাভাইয়ের আঙুল কেটে নিল শ্যালিকা!

যে কারণে দুলাভাইয়ের আঙুল কেটে নিল শ্যালিকা!

এক্সক্লুসিভ ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদ কোন জায়গায় ‌যেতে পারে একবার দেখুন। রাগে অগ্নিশর্মা শ্যালিকা কেটে নিলেন আপন বোন জামাইয়ের আঙুল।এমনই অভি‌যোগ উঠল ভারতের জলপাইগুড়িতে।

মায়ের সম্পত্তি নিয়ে দুই বোনের বিবাদ চলছিল বহুদিন ধরেই। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো দুই বোনের মধ্যে।শুক্রবার তা চরমে ওঠে। সেই ঝগড়ায় জড়িয়ে পড়লেন এক বোনের স্বামী। ঘটনা জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের।

অভি‌যোগ, ঝগড়ার সময় শোভা কাহার ছোট বোনের স্বামীর আঙুল কেটে নেন। এ নিয়ে ৯ নাম্বার ওয়ার্ডের সুভাষ পল্লীতে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেফতার করা হয়েছে অভি‌যুক্ত শোভা কাহার ও তার ছেলে অজয় কাহারকে।

শালির হামলায় রক্তাক্ত বৈজনাথ মণ্ডলকে উদ্ধার করে পুলিস। তাকে ভর্তি করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বৈজনাথবাবুর অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে রাতেই মোট ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভি‌যোগ জমা পড়ে। ২ বাদে বাকী সবাই পলাতক।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে