রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ১২:৪৯:০১

ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন দলকে ১টি বড় ছাগল, রানার্সআপকে ১টি ছোট ছাগল পুরস্কার দেন এন্ড্রু কিশোর

ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন দলকে ১টি বড় ছাগল, রানার্সআপকে ১টি ছোট ছাগল পুরস্কার দেন এন্ড্রু কিশোর

এক্সক্লুসিভ ডেস্ক: পেশাদার সঙ্গীতশিল্পীরা গানের মধ্যেই ডুবে থাকেন বেশীরভাগ সময়। স্টুডিও, রেকর্ডিং, লাইভ কনসার্ট এসব নিয়েই ব্যাস্ত থাকেন তারা। সঙ্গীত জীবনে বিভিন্ন ধরনের মজার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেক শিল্পী। সেসব অভিজ্ঞতা এতটাই মজার যে, স্মৃতি হয়ে মস্তিষ্কে জমা হয়ে আছে। জনপ্রিয় শিল্পীদের তেমন কিছু মজার স্মৃতি তুলে ধরা হলো:

জেমস
একটি ছোট্ট জেলা শহরে ফিলিংসের (জেমসের আগের ব্যান্ড) শো হচ্ছিল। বেশ কিছুক্ষণ চলার পর জেমস গ্রিন রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তাঁর চারপাশে ভক্তদের ভিড়। সবাই তাঁর কাছে আসতে চায়, কথা বলতে চায়। অথচ জেমস তাদের কাউকেই ঠিকভাবে সময় দিতে পারছেন না। এমন সময় ভিড় ঠেলে এগিয়ে এলো এক যুবক। এবং নিজেকে নতুন গড়ে ওঠা একটি ব্যান্ডের সদস্য হিসেবে পরিচয় দিলেন। সেই সঙ্গে ব্যান্ডটিকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জেমস এর পরামর্শ চাইলেন। জেমস যুবকটিকে উৎসাহিত করার জন্য তাদের ব্যান্ডের খুঁটিনাটি নিয়ে আলাপ আলোচনা করার এক পর্যায়ে ভোকালের অবস্থা জানতে চাইলেন। ছেলেটি চটজলদি জবাব দিল, “আমার মামা সিঙ্গাপুর থাকে,তাকে দিয়ে একটি ভালো ভোকাল আনিয়ে নেব।’ ছেলেটির কথা শোনে হতভম্ব হয়ে গেলেন জেমস।

আইয়ুব বাচ্চু
একবার কলকাতার যাদবপুরে বাজাতে গিয়ে এক মজার ঘটনার সম্মুখীন হন আইয়ুব বাচ্চু। একটা পোস্টারে দেখতে পান যে, দেশের অনেক নতুন ব্যান্ডের অংশগ্রহণে একটি প্রতিযোগিতা হচ্ছে। খেলার ছলে নিজেদের নাম দিয়ে বসলেন আইয়ুব বাচ্চু। পরে প্রতিযোগিতার কর্ণধারেরা যাদবপুরে তাদের কনসার্ট শুনতে গেল। শুনে তাদের বাজনায় এতই মুগ্ধ হলেন যে প্রতিযোগীর আসন থেকে সরিয়ে বিচারকের আসনে তুলে দিলেন।

এন্ড্রু কিশোর
একবার বন্ধুদের নিয়ে বনভোজনে রাজশাহীতে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। সেখানে এক ভক্তের বাগানবাড়িতে বনভোজনের আয়োজন করছিলেন তাঁরা। সেসময় ওই ভক্ত একটি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এন্ড্রু কিশোরকে প্রধান অতিথি করে নিয়ে যান। ওই খেলার চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে ছিল একটি বড় ছাগল আর রানার্সআপের জন্য একটি ছোট ছাগল। বিজয়ী দলকে তিনি নিজ হাতে পুরস্কার হিসেবে ছাগল তুলে দেন। ওই ঘটনা শুনে তাঁর বন্ধুরা হেসে গড়াগড়ি খায়।

সালমা
‘একটা তাবিজ বানায়া দে’ গানটি গেয়ে রীতিমতো হইচই ফেলেছিলেন সংগীতশিল্পী সালমা। কে জানত একদিন ভক্তের হাত থেকে সত্যি সত্যি তাবিজ পাবেন এই শিল্পী। সিলেটের এক ভক্ত তাঁকে সোনা–রুপার মিশ্রণে একটা তাবিজ বানিয়ে দিয়েছিলেন। সেই ঘটনায় তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সেরা স্মৃতি হিসেবে জমিয়ে রেখেছেন মনের কোনে।

নকিব খান
১৯৮৪ সালে নকীব খান একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে ফেরার পথে দলটি দিন কয়েকের জন্য লন্ডনে যাত্রা বিরতি করেন। এখানে এক প্রবাসী বাঙালি ভদ্রলোক নকীব খান, কুমার বিশ্বজিৎ ও হানিফ সংকেতকে আমন্ত্রণ জানান তাঁর সদ্য খোলা রেকর্ডিং সেন্টারে সবাই আমন্ত্রণ গ্রহণ করেন এবং যথাসময়ে গেলেন সেই দোকানে। ঘুরে ফিরে দেখছেন, এমন সময় দোকানটির মালিক ভদ্রলোক তাঁদেরকে জানালেন, পশ্চিমবঙ্গ থেকে শ্রাবন্তী মুখোপধ্যায়ের একটি নতুন রেকর্ড এসেছে। এরপর তিনি রেকর্ডটি থেকে দুটি গান বাজিয়ে শোনালেন এবং গান দুটিরভূয়সী প্রশংসা করেন। গান দুটো ছিল ‘সোলস’ এর ‘মন শুধু মন ছুয়েছে’ ‘এবং ভুলে গেছ তুমি।‘দুটি গানেরই সুরকার এবং গীতিকার নকীব খান। তবে এই কথা সেই প্রবাসী ভদ্রলোক তখন জানতেন না, এখন নিশ্চয়ই জানবেন বলে আশা করা যায়।

টিপু (অবসকিউর)
অনেক আগের কথা। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজে অবসকিউর এর শো হবে। যে কোনো কারনেই হোক ব্যান্ডের অন্য সদস্যরা অডিটোরিয়ামে পৌঁছাবার বেশ কিছু পরে ব্যান্ডের ভোকাল টিপু এবং অন্য একজন সহকর্মী অডিটোরিয়ামের গেটে এসে পৌঁছালেন। ভেতরে ঢুকবেন, কিন্তু বাঁধ সাধলেন গেটম্যান, জিজ্ঞেস করলেন “টিকিট কোথায় ভাই?উত্তরে টিপু নিজেকে ব্যান্ডের লোক পরিচয় দিতেই গেটম্যান বিরক্ত হয়ে বলল, ‘এমন কথা অনেকেই বলে।’

পার্থ মজুমদার(দলছুট)
একবার এক ভদ্রলোক পার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছেন। কথা প্রসঙ্গে জানতে চাইলেন তিনি কি ধরনের গান করেন, নজরুল-রবীন্দ্র-আধুনিক। উত্তরে লোকটি জানালেন তিনি ‘তৃতাল’  ধরনের গান করেন, তিনি বললেন তৃতাল কত মাত্রা? লোকটি জানালেন ছয় মাত্রা । শুনে হতভম্ব হয়ে গেলেন তিনি।-বাংলা ইনসাইডার।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে