রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০২:০৭:২৩

সবচেয়ে ভয়ঙ্কর রাইফেল স্নাইপার : চার কিলোমিটার দূরেও আঘাত হানে

সবচেয়ে ভয়ঙ্কর রাইফেল স্নাইপার : চার কিলোমিটার দূরেও আঘাত হানে

এক্সক্লুসিভ ডেস্ক: রাশিয়ার নতুন স্নাইপার রাইফেলের রেঞ্জ চার কিলোমিটার। চার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারবে এই রাইফেল।

রাশিয়ার এই স্নাইপার রাইফেলের নাম ‘সুমরাক’, আর অফিশিয়াল নাম হল Lobaev SVLK-14S। এটি একটি আল্ট্রা লং রেঞ্জ রাইফেল। কার্বন ফাইবার ও কেভলারের মত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই রাইফেল।

এই রাইফেলের নির্মাতা সংস্থা দাবি করেছে ৪.২ কিলোমিটার দূরে থাকা টার্গেট উড়িয়ে দিতে ইতিমধ্যেই সফল হয়েছে ওই রাইফেল। এই রাইফেলের ওজন ১০ কেজি। দৈর্ঘ্য দেড় মিটার। -৪৫ ডিগ্রি থেকে ৬৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে এটি।   

আরো ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র

নতুন করে অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অস্ত্র হবে আরো প্রাণঘাতী, আরো ভয়ঙ্কর। ২০০৯ সালে প্রেসিডেন্ট হয়ে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গঠনের কথা বলেছিলেন বারাক ওবামা। ১৬ মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে নিউ স্ট্রাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (‌নিউ স্টার্ট)‌ স্বাক্ষর করেন। তাতে বলা হয়, দুই দেশই তাদের পরমাণু অস্ত্রের পরিমাণ কমিয়ে আনবে ১ হাজার ৫৫০–এ। উভয় দেশই আর নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করবে না। ওবামার এই উদ্যোগের জন্য ২০০৯ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

কিন্তু ২০১৭ সালে ওবামা হোয়াইট হাউস ছাড়ার সঙ্গে সঙ্গে সেই শান্তিচুক্তির সলিল সমাধি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেব্রুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনে কথা হয়। পুতিন নাকি ২০২১ সালে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। পত্রপাঠ তা খারিজ করে দেন ট্রাম্প।

আমেরিকায় অস্ত্র লবি বরাবরই প্রভাবশালী। ওবামার সময়েই এই চুক্তির বিরোধিতা করেছিলেন রাজনীতিক থেকে সরকারি কর্তা ব্যক্তিদের একাংশ। এখন ট্রাম্পের ভাবগতিক দেখে তারা বলতে শুরু করেছেন, অস্ত্রের আধুনিকীকরণের ফল হবে মারাত্মক। নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে আমেরিকা এবং রাশিয়া আরো প্রাণঘাতী অস্ত্র বানাবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে