রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৯:১০

নিজের স্ত্রীকে আপন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি ছাড়লেন বড় ভাই !

নিজের স্ত্রীকে আপন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি ছাড়লেন বড় ভাই !

এক্সক্লুসিভ ডেস্ক: আপন ভাইয়ের সঙ্গে স্ত্রীকে বিয়েঃ এ এক আশ্চর্য বিয়ে। নিজের স্ত্রীর প্রেমকে স্বীকৃতি দিতে তাকে তালাক দিলেন। এরপর তার পছন্দের পুরুষের সঙ্গে তার বিয়ে দেন। আর যার সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, তারই ছোট ভাই। অবশ্য দেওর-ভাবির বিয়ের পর গ্রাম ছেড়ে গেছেন ওই মহান পুরুষ! এ ঘটনা ঘটেছে ভারতের এক গ্রামে।

৩০ বছরের পবন গোস্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল চার বছর আগে। তাদের একটি দু’বছরের মেয়েও আছে। কিন্তু বিয়ের পর থেকেই পবনের ভাই সজনের সঙ্গে প্রেম শুরু হয় নববধূর। ক্রমে সেই সম্পর্ক গাঢ় হতে থাকে। আর সকলের মতো পবনও টের পান সেই প্রেমের কথা। এ সব ক্ষেত্রে সাধারণত স্ত্রীকে মারধোর কিংবা ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকে। কিন্তু সেই চেনা সেই পথে হাঁটেননি ভাগলপুরের ঘোঘা গ্রামের পবন। তিনি স্থির করেন ডিভোর্স দেবেন প্রিয়াঙ্কাকে।

ততদিনে গোটা গ্রামে জানাজানি হয়ে গিয়েছে ব্যাপারটা। একবার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে পবন আর দেরি করেননি। ডিভোর্স পেপারে সই করেন পবন ও প্রিয়াঙ্কা। তারপর গ্রামের এক আশ্রমে বিয়ে হয় সজন ও প্রিয়াঙ্কার।
এরপর আর ওই গ্রামে থাকেননি পবন। বাড়ি ছেড়ে চলে গিয়েছেন পেশায় শ্রমিকের কাজ করা পবন। প্রিয়ঙ্কা এখন সজনের স্ত্রী। সজন অবশ্য এখনও বেকার। চাকরি খুঁজছেন। আর প্রিয়ঙ্কা ঘরে বসে তার ছোট্ট মেয়েকে শেখাচ্ছেন, ‘এখন থেকে সজন কাকাই তোমার বাবা। ওকে বাবা ডাকবে।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে