মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৪১:৩৭

সচিন-কন্যা কার প্রেমে মগ্ন? তোলপাড় অনলাইনে

সচিন-কন্যা কার প্রেমে মগ্ন? তোলপাড় অনলাইনে

স্পোর্টস ডেস্ক: বর্তমানে নিজের পড়াশোনার জগতেই মগ্ন সারা তেন্ডুলকর। সচিন বরাবরই প্রচারের আলো থেকে সযত্নে আড়াল করে এসেছেন নিজের পুত্র অর্জুন ও কন্যা সারাকে।

আসমুদ্র হিমাচল ভারতবাসীর কাছে সচিন তেন্ডুলকর শয়নে, স্বপ্নে, জাগরণে! সচিন নিজেই বহির্বিশ্বের কাছে ভারতের অ্যাম্বাসাডর। তিনি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন বেশ কয়েক বছর হল। তবে সচিনকে নিয়ে দেশবাসীর উন্মাদনা কমার নয়। সচিন গোটা বিশ্বে এতটাই জনপ্রিয় যে তাঁর কন্যা কেরিয়ারে বিশেষ কিছু অর্জন না করেই সেলিব্রিটির তকমা পাচ্ছেন।

বর্তমানে নিজের পড়াশোনার জগতেই মগ্ন সারা তেন্ডুলকর। সচিন বরাবরই প্রচারের আলো থেকে সযত্নে আড়াল করে এসেছেন নিজের পুত্র অর্জুন ও কন্যা সারাকে। তবে সবসময় যে তিনি সফল হয়েছেন, তা বলা যাবে না। যেমন সচিন কন্যা সারা ফের প্রচারমাধ্যমের শিরোনামে। নিজের সম্পর্কের কারণে।

১৯ বছরের সুন্দরী সচিন কন্যা কিছুদিনের মধ্যেই বলিউডে অভিষেক ঘটাতে পারেন, জল্পনা ছিল এমনটাই। বলা হচ্ছিল শাহিদ কপূরের বিপরীতে নিজের বি-টাউনের কেরিয়ার শুরু করবেন সারা। যদিও সচিন সেই জল্পনায় জল ঢেলে নেতিবাচক টুইট করেছিলেন। কন্যার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া শুরু হওয়ায় বেশ বিরক্ত হয়েছিলেন লিটল মাস্টার। তবে ফের একবার সারা প্রচারমাধ্যমের লাইমলাইটে। তাঁর সম্পর্কের কারণ।

জানা গিয়েছে, সারা নাকি নিজের বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছেন। সারা যার সঙ্গে ডেটিং করছেন তিনি আর কেউ নন, মুকেশ ও নীতা অম্বানীর পুত্র অনন্ত। জল্পনা ছড়িয়েছে এমনটাই। সর্বভারতীয় বেশ কিছু প্রচারমাধ্যমে এই ‘সেলেব্রিটি রিলেশনশিপ’ নিয়ে বেশ কিছু প্রতিবেদন লেখা হয়েছে।

বিপুলদেহী অনন্ত সম্প্রতি ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়েছেন। ২০৮ কেজি থেকে ১০৮ কেজি কমিয়ে তিনি আপাতত শিরোনামে। রোগা হওয়ার পর গার্লফ্রেন্ডও পেয়েছেন সেলিব্রিটি পুত্র। অনন্তের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা কতটা সত্যি, সেদিকেই আপাতত নজর থাকবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে