এক্সক্লুসিভ ডেস্ক: সারাদিন অফিস করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন এক ব্যক্তি। টিভিতে পছন্দের শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক মিনিট। কিন্তু তা দেখতে বসার আগেই ছন্দপতন। টিভি ততক্ষণে খুলে বসে পড়েছেন তাঁর স্ত্রী। শুরু হয়ে গেল কথা কাটাকাটি। কিন্তু টিভির রিমোট স্বামীকে দিতে নারাজ ওই মহিলা। তারপরেই পাশের ঘরে গিয়ে চরম সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শঙ্কর বিশ্বকর্মা নামে ভোপালের বাসিন্দা ওই ব্যক্তি রাতে বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরেই টিভির রিমোট নিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অনেক ঝগড়ার পরেও স্ত্রী তাঁকে রিমোট দিতে রাজি ছিলেন না। তাঁর স্ত্রী পাশের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তাঁকে। সেই মতো স্বামী পাশের ঘরে চলেও যান। কিছুক্ষণ পরেই পাশের ঘরে গিয়ে শঙ্কর বিশ্বকর্মার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর স্ত্রী। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী
স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যেই ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। স্ত্রীর সঙ্গেও বচসাতেও জড়াতেন। ছোটখাটো ব্যাপারে কথা হলেও ওই ব্যক্তি রেগে যেতেন বলে জানা গিয়েছে। মৃতের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃতের স্ত্রীর বয়ান নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
এমটি নিউজ/আ শি/এএস