এক্সক্লুসিভ ডেস্ক: কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল ভারতের নতুন দুই স্পিনিং সেনসেশন। বিপক্ষের ব্যাটসম্যানরী একেবারেই বোকা বনে যাচ্ছেন তাঁদের বোলিং দক্ষতায়। তবে তাঁরা নাকি মহিলাদের সঙ্গে কথা বলায় এরকম দক্ষতা দেখাতে পারেননা।
তবে এই দুই স্পিনারের দাবি তাঁরা নাকি লাজুক প্রকৃতির। বিপরীত লিঙ্গের মানুষ অর্থাৎ মহিলাদের সঙ্গে তাঁরা নাকি কথা বলতে একেবারেই স্বচ্ছন্দ নন। হরিয়ানা-র ছেলে চাহালের দাবি, 'আমি অনেক কথা বলি , কিন্তু মহিলা দেখলেই আমার কথা বন্ধ হয়ে যায়। আমি একদম কথা বলতে পারি না। আমি খুবই লাজুক,অন্তত চার থেকে পাঁচ বছর পরিচিত না হলে আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারিনা।'
চাহালের মত না হলেও কুলদীপ যাদবও নাকি মহিলাদের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নন। 'আমি যদি কাউকে চিনি তাহলে তাঁর সঙ্গে কথা বলতে পারি। আমি যদিও মহিলাদের ক্ষেত্রে একটু লাজুক। অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ নেই, কারণ আমি ট্রেনিংয়ে বেশি ব্যস্ত থাকি।' এদিকে বিরাট কোহলি- রোহিত শর্মা থেকে শুরু করে দলের সিনিয়ররা কেউ এটা মেনে নিতে নারাজ।
চাহাল- কুলদীপের এই ভাজা মাছ উল্টে না খাওয়ার মনোভাব আদৌ আমল দিতে নারাজ। তাঁদের মতে এসব আসলে আছিলা। তবে দুই ক্রিকেটারের প্রিয় অভিনেত্রীর সিক্রেট আউট হয়েছে এবার বাজারে। চাহাল হচ্ছেন ক্যাটরিনা কাইফের ফ্যান, অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ মন কেড়েছেন কুলদীপ যাদবের।
এমটি নিউজ/আ শি/এএস