শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:২১

বিক্রেতার চাহিদা ৭১, ছাগলটির দাম উঠলো ৫৬ লাখ!

বিক্রেতার চাহিদা ৭১, ছাগলটির দাম উঠলো ৫৬ লাখ!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিবারই কোরবানির ঈদে পশু কেনাবেচা হয়।  কিন্তু এবার একটি ছাগলের যে দর উঠেছে তা শুনলে চোখ কপালে উঠার মত।  এ দামে বিএমডব্লিউ থেকে মার্সিডিজ পর্যন্ত গাড়ি কেনা যাবে।  তা সত্ত্বেও ছাগলটিকে কিনতে আগ্রহী অনেকেই।  এক ক্রেতা ছাগলটি ৫৬ লাখ টাকা দাম করলেও বিক্রেতার চাহিদা ৭১ লাখ।

ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যে।  এক পশু কেনাবেচার হাটে ছাগলটির ডাক ওঠে ৫৬ লাখ টাকার বেশি (৪৮ লাখ রুপি)।  যদিও এ দামে ছাগলটিকে বিক্রি করতে নারাজ বিক্রেতা গোবিন্দ চৌধুরী।  

তার চাহিদা ৭১ লাখ টাকা (৬১ লাখ রুপি)।  আপাতত এ দামেই ছাগলটি বিক্রি করতে চান তিনি।  অবশ্য দাম শুনে আঁতকে উঠেছেন অনেকেই।  আঁতকে ওঠাটাই স্বাভাবিক।  

এ পরিমাণ টাকা দিয়ে বিএমডব্লিউ বা মার্সিডিজের মতো দামি গাড়িও অনায়াসেই কেনা যেতে পারে।  কেনা যায় অনেক মূল্যবান সামগ্রীও।  তারপরও ক্রেতারা ওই ছাগলটি কেনার জন্য উঠেপড়ে লেগেছেন।

জানা গেছে, এই অবিশ্বাস্য দাম ওঠার কারণ একটাই- ছাগলটির শরীরের একটি বিশেষ ধর্মীয় চিহ্ন।  ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ওই চিহ্নের কারণেই এত চাহিদা।

ছাগলটির কানে ওই চিহ্নটি রয়েছে বলে জানা গেছে।  ধর্মীয় চিহ্নযুক্ত ওই ছাগলটির যতই প্রচার পাচ্ছে, ততই চাহিদা বাড়ছে।  চাহিদা বাড়ার কারণে ছাগল মালিক নড়েচড়ে বসেছেন।  তার চাহিদার বাইরে ছাগলটি এ মুহূর্তে বিক্রি করতে নারাজ।  তবে সময় সুযোগ বুঝে ছেড়ে দেবেন ছাগলটি।  তথ্যসূত্র : এবিপি
১৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে