রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৪১:০৭

এবার দেশী কম্পানি নিয়ে আসল ওয়াটার বাস, যা পানিতেও চলবে

এবার দেশী কম্পানি নিয়ে আসল ওয়াটার বাস, যা পানিতেও চলবে

এক্সক্লুসিভ ডেস্ক: এবার দেশী কম্পানি নিয়ে আসল ওয়াটার বাস, যা চলবে পানিতেও। বাস সাধারণত চলাচল করে রাস্তায়। কিন্তু যাত্রা পথে যদি কোন নদী থাকে এবং তার উপরে যদি কোন ব্রীজ না থাকে তাহলে পারাপারের একমাত্র ভরসা হলো ফেরি।
কিন্তু এই ফেরীতে পাড়াপাড়ের কত ঝামেলা তা কমবেশি আমরা সবাই জানি। এবার হয়ত সেই ঝামেলার অবসান হতে চলেছে। কারণ ওয়াটার বাস নামক এক ধরনের বাস এসেছে দেশে যা চলবে পানিতেও। কোন ফেরির দরকার হবে একা একাই পানির মধ্য দিয়ে চলে যাবে বাস।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে