সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:৫০:৩৪

একদিন জুতার জন্য মার খেতে হয়েছিল রহিম আলিকে, আজ তিনি হাজার হাজার…

একদিন জুতার জন্য মার খেতে হয়েছিল রহিম আলিকে, আজ তিনি হাজার হাজার…

এক্সক্লুসিভ ডেস্ক : এই পথ ধরেই তো বিশ্বকাপের মঞ্চে রহিম আলি! ভারতের এই বিশ্বকাপার আজ মা-বাবার গর্ব। বিবেকনগরের প্রাণ সে। একদিন সাতশো টাকার জুতার বায়নার জন্য মা সীমা বেগমের হাতে মার হজম করতে হয়েছিল নর্টন দ্য ম্যাতোসের সংসারের ছেলেটিকে। এখন হাজার হাজার টাকার জুতার মালিক এই বিশ্বকাপার।

বাড়িতে সাজানো রয়েছে একাধিক ট্রফি। সীমা বেগম জানালেন, ট্রফি জিতে বাড়িতে আনত না রহিম। পাছে মায়ের হাতে মার খেতে হয়। তাই বন্ধুর বাড়িতেই রেখে আসত সেই সব ট্রফিগুলো।

রাজধানী থেকে ঘরে ফেরা বিশ্বকাপার রহিমের বাড়িতে হাজির হয়েছিল। আলপাচারিতায় রহিমের মা সীমা বেগম এবং বাবা মোহাম্মদ রফিক গল্পের ঝাঁপি খুলে বসলেন। বেরিয়ে এল জীবন যুদ্ধে জয়ী এক বিশ্বাকাপার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে