বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:০৫:৩৯

বাড়িতেই পাওয়া গেল ‘টাকার বিছানা’!

 বাড়িতেই পাওয়া গেল ‘টাকার বিছানা’!

এক্সক্লুসিভ ডেস্ক: বাড়িতেই পাওয়া গেল ‘টাকার বিছানা’! ভারতের উত্তর প্রদেশের একটি বাড়ি থেকে শতকোটির বাতিল রুপি উদ্ধার করেছে পুলিশ। গণমাধ্যমে এ উদ্ধারের খবর আসার আগেই পুলিশ কর্মকর্তারা কানপুরের ওই বাড়িতে থাকা রুপির মধ্যে ৯৭ কোটির গণনা শেষ করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।  
 
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অশোক ক্ষেত্রির মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে। ঘরের ভেতরে সাজিয়ে রাখা অর্থের সবই ৫০০ ও ১০০০ রুপির নোট; ২০১৬ সালে এক আচমকা ঘোষণায় যেগুলো বাতিল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
 
“এক ব্যক্তির কানপুরের বাড়িতে কোটি রুপির বাতিল নোট আছে খবর পেয়ে সেখানে অভিযান চালাই আমরা,” বলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একে মিনা। রুপি গণনার কাজ তখনও চলছিল বলে জানিয়েছিলেন তিনি।
 
রুপি উদ্ধারের কথা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং কর কর্মকর্তাদের জানানোও হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে