সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ১১:৩০:১৭

তিনটি কুকুরের জন্য রক্ষা পেল একরত্তি শিশুকন্যা, দৃশ্য দেখে অবাক গ্রামবাসী

তিনটি কুকুরের জন্য রক্ষা পেল একরত্তি শিশুকন্যা, দৃশ্য দেখে অবাক গ্রামবাসী

এক্সক্লুসিভ  থেকে :  তিনটি কুকুরের জন্য রক্ষা পেল একরত্তি শিশুকন্যা। গ্রামেরই এক উঠোনে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল। প্রবল ঠান্ডার মধ্যে পড়ে থাকা ওই শিশুকন্যাটিকে রাতভর পাহারা দিল তিন কুকুর। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর এই ঘটনাই আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যজুড়ে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেবিসাবাদ গ্রামে রবিবার উদ্ধার হয় একটি শিশুকন্যা। বাড়ির পাশে সারা রাত কুকুরের আওয়াজ শুনে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন গ্রামের বাসিন্দা আব্দুল গনি মোল্লা। ভোর হতেই বাড়ির পিছনে গিয়ে চমকে যান তিনি।

দেখেন, তিনটি কুকুর  পাহারা দিচ্ছে এক সদ্যোজাতকে। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় করেন গ্রামবাসীরা। কিন্তু ওই শিশুকন্যার ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না কুকুরগুলি। এই দৃশ্য দেখে কার্যত অবাক গ্রামবাসী। গ্রামেরই কয়েকজনের যুবকের চেষ্টায় সরানো হয় কুকুরগুলিকে।

পরে গ্রামেরই এক দম্পতি উদ্ধার করে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। প্রাথমিক শুশ্রুষার পর শিশুটিকে দুধ খাওয়ানো হয়। জানা গিয়েছে, ওই দম্পতির কোনও কন্যাসন্তান না থাকায় তাঁরাই শিশুটিকে নিজের কাছে রাখতে চান।

পরে ঘটনাস্থলে আসেন চাইল্ড লাইনের কর্মীরা। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তাঁরা।  কী করে শিশুটি ওই জায়গায় এল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে