বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:১৪:০৩

উবারের চালকবিহীন ট্যাক্সি আসছে আগামী বছর

উবারের চালকবিহীন ট্যাক্সি আসছে আগামী বছর

নিউজ ডেস্ক : আগামী বছরের মধ্যেই চালকবিহীন ট্যাক্সি রাস্তায় নামাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহণ সেবাদাতা প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোশাহি এ তথ্য জানিয়েছেন।

ব্লুমবার্গ আয়োজিত ‘দ্য ইয়ার আহেড’ শীর্ষক এক ইভেন্টে দেওয়া সাক্ষাৎকারে উবার সিইও বলেন, আমি বিশ্বাস করি আগামী ১৮ মাসের মধ্যেই স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামানো সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে নয়, নিয়মিতভাবেই।

তবে স্বয়ংক্রিয় বা চালকবিহীন ট্যাক্সি চালু করলেও খুব কম ক্ষেত্রেই চালক ছাড়া এসব ট্যাক্সি যাত্রীর কাছে পাঠানো সম্ভব হবে বলে মনে করেন দারা খোশরোশাহি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম শহর ফিনিক্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, ৯৫ ভাগ ক্ষেত্রেই দেখা যায় শহরটির ম্যাপ চালকবিহীন গাড়ির জন্য স্বয়ংসম্পূর্ণ নয়, অনেক ক্ষেত্রে আবহাওয়াজনিত সমস্যাও থাকে। আর এ কারণে অধিকাংশ সময়ই স্বয়ংক্রিয় গাড়ির সাথে একজন চালকও থাকবে। বাকি ক্ষেত্রে সম্পূর্ণ চালকবিহীন গাড়িই ব্যবহার করা হবে।

পরবর্তী কয়েক বছরের মধ্যে এ পরিমাণ ৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে কাজ করবে উবার, এমন আশাবাদ ব্যক্ত করেছেন সিইও। উবার সেবা নেওয়া যাত্রীরাও নির্ধারণ করে দিতে পারবেন তারা সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চান নাকি চালকসহ চান।

উবারের চালকবিহীন ট্যাক্সি নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকেই আইনি লড়াই চলছে গুগলের সাথে। এর বাইরে সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও যাচ্ছে উবার। সব মিলিয়ে আগামী বছরের মধ্যে চালকবিহীন ট্যাক্সি চালু করা উবারের জন্য বেশ চ্যালেঞ্জিংই হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে