এক্সক্লুসিভ ডেস্ক : জন্মের পরই মাকে জড়িয়ে চুমু খেলো নবজাতক শিশু, আর এই ভিডিও ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন মা দশ মাস দশ দিন সন্তানকে নিজের গর্ভে ধারন করে। মায়ের গর্ভেই ধীরে ধীরে বড় হয় মানব শিশু। তাইতো মায়ের সাথে সন্তানের সম্পর্ক গর্ভের ভিতর থেকেই। তারই প্রমান মিলল।
সাধারনত মায়ের পেটে থাকাকালীন শিশুর সাথে মায়ের একটি সম্পর্ক তৈরি হয়। তাইতো নবজাতক জন্মের পরই তার মাকে চিনতে পারে। তবে এবারের ঘটনাটা সত্যিই বিরল। জন্মের পরই মাকে জড়িয়ে ধরে চুমু খেলো নবজাতক শিশু। জড়িয়েই থাকে চায় তার মায়ের সাথে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস