শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:২১:৫২

১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে একি করলেন চীনা নারী!

১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে একি করলেন চীনা নারী!

এক্সক্লুসিভ ডেস্ক: ১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে চেয়ে বেকে বসলেন এক নারী। কিন্তু ভালোবাসার কাছে মন মানলেও বাবা-মা মেনে নিবে কিনা তাই নিয়ে ছিল সংশয়। আর সেজন্যে বিপুল অর্থের টোপ দিলেন সেই নারী।

জানা গেছে, সেই ৩৮ বছরের মহিলা ২৩ বছরের তরুণকে বিয়ের জন্য পণ হিসেবে ৫০ লক্ষ ইউয়ান দিয়েছেন। এরপরই বিয়েতে মত দেন তরুণের বাবা-মা। গত ১০ জানুয়ারি কিয়োনঘাই শহরে চার হাত এক হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনের হাইনান প্রদেশে।

সেই নারী শুধু তার স্বামীর তুলনায় ১৫ বছরের বড়ই নন। তার ১৪ বছরের এক সন্তানও রয়েছে। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি সংবাদমাধ্যম। যেখানে একেবারে সেজেগুজে থাকতে দেখা গেছে সেই নারীকে। একেবারে সুন্দর সাজানো গাড়িতে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে