রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:১৮:২৮

নীতা অাম্বানীর চায়ের কাপ, ঘড়ি, ব্যাগ ও জুতোর দাম জানলে চমকে উঠবেন!

নীতা অাম্বানীর চায়ের কাপ, ঘড়ি, ব্যাগ ও জুতোর দাম জানলে চমকে উঠবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের সবচেয়ে ধণকুবের মুকেশ অাম্বানী ও তার স্ত্রী নীতা অাম্বানীর খ্যাতি আকাশ ছোঁয়া। তাদের রাজকীয় জীবনযাপন নিয়ে জনমানসে আগ্রহের অন্ত নেই। প্রতিনিয়তই মানুষ জানতে আগ্রহী হয় তাদের জীবন যাপন সম্পর্কে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আর পাঁচজন ভারতীয়র মতোই নীতা অাম্বানীর সকাল শুরু হয় চায়ের পেয়ালা হাতে। সেই চায়ের পেয়ালার দাম চোখ কপালে তোলার মতো। জাপানের প্রাচীনতম ক্রোকারি ব্র্যান্ড নরিয়েট-এর ওই মহার্ঘ্য কাপের দাম তিন লক্ষ টাকা! ওই কাপে রয়েছে খাঁটি সোনার বর্ডার।

কেবল চায়ের কাপই নয়, নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে এমন আরও অনেক চমক লুকিয়ে রয়েছে। অবশ্যই চমক বলতে এখানে তাদের মূল্র কথা বলা হচ্ছে। ওই প্রতিবেদনে তারই কয়েকটির উদাহরণ দেওয়া হয়েছে। নীতা অাম্বানীর কবজিতে শোভা পায় যে ঘড়িগুলি তার ব্র্যান্ডগুলি হল গুচি, কেলভিন ক্লেইন, বুলগারি ইত্যাদি। দাম কোনওটিরই ১ লক্ষের কম নয়!

ঘড়ির মতোই মুকেশ-জায়ার খুব শখের জিনিস হল ব্যাগ। এর মধ্যে অন্যতম হল হিরে-খচিত ব্যাগ! তা ছাড়া জিমি, জুডিয়থ লিবার্সের মতো ব্র্যান্ডের ব্যাগও তার খুব পছন্দের। এদের দাম ৩ থেকে ৪ লক্ষের মধ্যে। কেবল ব্যাগ বা ঘড়ি নয়, নীতার পছন্দের তালিকায় রয়েছে জুতোও।

গ্রেসিয়া, মার্লিন ইত্যাদি দামি ব্র্যান্ডের জুতো পরেন তিনি। এদের কোনওটারই দাম ১ লক্ষের কম নয়। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেশের ধনীতম ব্যক্তির স্ত্রী নীতা নিজেই তার এই সব মহার্ঘ্য শখের কথা জানিয়েছিলেন এক সাক্ষাত্‍কারে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে