এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি তার টি-শার্টে 'কিডনি চাই' বলে আবেদন জানিয়েছিলেন। তারপরই নিউইয়র্কে একটি হাসপাতালে তার শরীরে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব হয়েছে। পরনের টি-শার্টটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়ার পর প্রয়োজনীয় কিডনিটি তিনি পেয়ে গেছেন।
ওই ব্যক্তির নাম রবার্ট লেবোইৎস। থাকেন নিউ জার্সিতে। চার বছর ধরে একজন কিডনি দাতার জন্য অপেক্ষা করছিলেন তিনি। হাসপাতাল বা অন্য কোনো জায়গা থেকে বহু চেষ্টা করেও তার সঙ্গে ম্যাচ করে এরকম একটি কিডনি সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। পরে নিজেই কিডনি খোঁজার চেষ্টা শুরু করেন।
তখন একটি টি-শার্টের পেছনে ও সামনের দিকে একটি শ্লোগান ছাপেন- 'একটি কিডনি প্রয়োজন।' তার নিচে নিজের টেলিফোন নম্বরও লিখে দেন তিনি। তারপরেই বদলে যায় সবকিছু।
রব লেবোইৎসের বয়স বর্তমানে ৬০ বছর। তিনি বলেন, আমি শুধু আমার সন্তানদের সাথে আরো একটু বেশি সময় কাটাতে চেয়েছি। আর এখন আমি হয়তো আরো ২০ থেকে ২৫ বছর সময় পাবো।
বাচ্চাদের নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার পর তার টি-শার্টটি দেখে ছবি তোলেন এক দম্পতি। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার এক সপ্তাহের মধ্যে ৯০ হাজার বারেরও বেশি শেয়ার করা হয়। পরে কিডনি পেয়ে যান তিনি। -বিবিসি
এমটিনিউজ/এসবি