সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৩৩:০৩

যে কারণে তিন বাহিনীর স্যালুটের ভঙ্গি তিন রকম!

যে কারণে তিন বাহিনীর স্যালুটের ভঙ্গি তিন রকম!

এক্সক্লসিভ ডেস্ক : সেনাবাহিনীর কোনও অনুষ্ঠানের সাক্ষী থেকে থাকেন, তাহলে নিশ্চয় লক্ষ্য করে থাকবেন, তিন বাহিনীর স্যালুট করার ভঙ্গি তিন রকম। নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনার স্যালুটের ভঙ্গি আলাদা। স্যালুট হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান প্রদর্শনের রীতি।

সেনাবাহিনী : স্থলবাহিনীর স্যালুটে হাতের তালু সম্পূর্ণ খোলা থাকে। যাকে স্যালুট জানানো হচ্ছে, তার দিকে উন্মুক্ত থাকে। এই রীতির বিশেষত্ব হল, এর মাধ্যমে দেখানো হয় তিনি কোনও অস্ত্র বহন করছেন না ও তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায়।

নৌবাহিনী : একসময় যখন, নৌবাহিনীর সদস্যরা জাহাজে কাজ করতেন। তখন সাধারণত তাদের হাত নোংরা হয়ে থাকত। তাই তারা হাতের তালু নিচের দিকে রেখে স্যালুট করা শুরু করেছিলেন। যাতে সিনিয়রদের অসম্মান না করা হয়। সেই রীতিই এখনও চলছে।

বিমানবাহিনী : আকাশের দিকে এগিয়ে চলার ইঙ্গিত দিতেই ৪৫ ডিগ্রিতে হাত রেখে স্যালুট জানানোর রীতি শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর সেনারা। এরপর থেকে এইভাবে উপর দিককে ইঙ্গিত করে স্যালুট করার রীতিই চলে আসছে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে