সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮, ০৫:৫২:৩২

ভোজপুরী সিনেমার এই সুন্দরীদের দেখার পর আপনিও...

ভোজপুরী সিনেমার এই সুন্দরীদের দেখার পর আপনিও...

এক্সক্লুসিভ ডেস্ক : ভোজপুরী সিনেমা বলিউডের মতো বড় না হলেও এর লোকপ্রিয়তা কোনও দিক থেকে কম নয়। ভোজপুরী সিনেমার অভিনেত্রীদের দেখার পর আপনিও তাদের ফ্যান হয়ে যাবেন। আসুন দেখা যাক ভোজুপুরী সিনেমার সুপার সেক্সি নায়িকাদের।

অক্ষরা সিং : অক্ষরা সিং ভোজপুরী সিনেমার একটি সুপরিচিত মুখ। ২০১১ সালে ডেবিউ পর তিনি বেশ কয়েকটি হিট সিনেমায় কাজ করেন। শুধু তাই নয়, অক্ষরা গলার আওয়াজও খুব সুন্দর। বেশ কয়েকটি গানও গেয়েছেন।

আম্রপালী দুবে : অভিনেত্রী এবং গায়িকা অম্রাপালী সিনেমার সাথে বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালেও কাজ করেছেন।

অঞ্জনা সিং : ভোজপুরী সিনেমার হর্ট গার্ল ভোজপুরী সুপারস্টার রবি কিশানের সাথে কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তাঁর ভক্তদের সংখ্যা অগণিত।

গুঞ্জন পন্ত : ভোজপুরী সিনেমার তারকা গুঞ্জন পন্তের ব্যক্তিত্ব এবং শরীর চমত্কার। গুঞ্জনে অনেক হিট ছবিও করেছেন।

কাজল রাঘবানী : ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর নায়িকাদের মধ্যে একজন। ভোজপুরী জগতে তিনি তার আলাদা পরিচয় তৈরি করেছেন।

মোনালিসা: ভোজপূরীর এই নায়িকাকে কে চেনে না। বিগ বসে আসার পর থেকে তার জনপ্রিয়তা বেড়েছে। মোনালিসার প্রকৃত নাম আন্তারা বিশ্বাস। মোনালিসা ভোজপুরীর সাথে হিন্দি, তামিল, তেলেগু, বাংলা এবং বাংলা ছবিতেও কাজ করেছেন।

পাখি হেগড়ে : পাখি হেগড়ে ভোজপুরীর সাথে টেলিভিশন ধারাবাহিক এবং মারাঠী চলচ্চিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয় পাখি অমিতাভ বচ্চনের সাথে গঙ্গা দেবীতেও কাজ করেছেন।

প্রিয়াঙ্কা পণ্ডিত : ২০১৩ সালে ভোজপুরী সিনেমায় আসার পর প্রিয়াঙ্কা শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন।

রানী চট্টোপাধ্যায় : ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। রানী মনোজ তিওয়ারীর সাথে সসুরা বড়া পেয়েসাওয়ালার সাথে পা রাখেন। ২০১৩ সালে সেরা ভোজপুরী শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন।

রিঙ্কু ঘোষ : টেলিভিশনে কর্মজীবন শুরু করার পর নিজের প্রতিভার সাহায্যে চলচ্চিত্র জগতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এই ভোজপুরী অভিনেত্রী হিন্দি ফিল্ম হিম্মাতওয়ালাতে আইটেম নম্বরও করেছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে