মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:২৫:৩৪

ডিম ছোড়ার অদ্ভুদ প্রতিযোগিতা

ডিম ছোড়ার অদ্ভুদ প্রতিযোগিতা

এক্সক্লুসিভ ডেস্ক: পারফরম্যান্স খারাপ হলে গায়ক, অভিনেতা, ফুটবলার, ক্রিকেটার -যেই অঙ্গনের সেলিব্রেটি হোন না কেন তাদের অনেকসময় দর্শকের অসন্তোষের মুখে পড়তে হয়। সেলিব্রেটিরা প্রায় আতঙ্কে থাকেন এই বুঝি দর্শক-ভক্তরা পঁচা ডিম ছুড়বে তাদের দিকে। যদিও দর্শকদের এ ধরনের আচরন মোটেও কাম্য নয়। তারপরও এ ধরনের পরিস্থিতি যে একেবারেই হয় না তা নয়। অনেকেই হয়তো জানেন না, কাউকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার ব্যাপারটি নেতিবাচক হলেও এ নিয়ে প্রতিবছর বিশ্ব প্রতিযোগিতার আসর বসে।

ধারনা করা হয়,১৩২২ সাল থেকে ব্রিটেনে লাঙ্কাশায়ারের কোনও কোনও গ্রামে মজার ছলে এই খেলা অনুষ্ঠিত হতো ইস্টারের সময়। ধীরে ধীরে এটি খেলায় রূপ নেয়। কে কতদূর ডিম ছুড়তে পারে তার প্রতিযোগিতা হয় এখন লাঙ্কাশায়ারেই । পাশাপাশি কাউকে অপছন্দ হলে তাকে ডিম ছুড়ে ঝাল মেটানো হয়ও। এই খেলায় জিতলে চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে। ২০০৬ সাল থেকে এই খেলার প্রচলন শুরু হয়েছে। প্রতি বছর জুন মাসে এটি অনুষ্ঠিত হয়।

ডিম খেলা প্রতিযোগিতায় অনেক ধরণের নিয়ম আছে। দুইটি দল ভাগ হয়ে একে অন্যকে ডিম ছুড়তে থাকেন। বিপরীত দলের কেউ যদি ডিম ধরতে পারেন তাহলে তিনি আবার পাল্টা ডিম ছোড়েন বিপক্ষ দলের দিকে। এভাবেই খেলা এগোতে থাকে। আবার,কে কত দূর ডিম ছুড়তে পারে সেটা দেখা হয়। সেই অনুযায়ী বিজয়ীও নির্ধারণ করা হয়। এছাড়া একটা জায়গায় একজনকে দাঁড় করানো হয়। তারপর নির্দিষ্ট দূরত্ব থেকে ওই ব্যক্তির দিকে ডিম ছুড়তে হয়। যে ঠিকমতো ডিম ছুড়তে পারে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।'ওয়ার্ল্ড এগ থ্রোয়িং ফেডারেশন' নামে একটা সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। বর্তমানে ইউরোপের কয়েকটি অঞ্চলে এই খেলা অনুষ্ঠিত হয়।
সূত্র : নিউজ ১৮, ল্যাঙ্কাশায়ার লাইভ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে