মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:১৩:০১

দেড় মিনিটে ২২৬ টি গ্রামের নাম বলতে পারেন আক্তার মাস্টার

দেড় মিনিটে ২২৬ টি গ্রামের নাম বলতে পারেন আক্তার মাস্টার

এক্সক্লুসিভ ডেস্ক: মাত্র দেড় মিনিটে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা ২২৬টি গ্রামের নাম বলতে পারেন হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন। তাঁর এ কর্মকাণ্ডে রীতিমতো বিস্মিত উপজেলার লোকজন। তাঁর এ ক্ষমতায় মুগ্ধ হয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমিও।

এ প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, আমি বাংলার শিক্ষক। বাংলার বিভিন্ন বিষয়ের মতো আমার নিজের উপজেলার বিষয়েও আগ্রহ কাজ করে। এভাবেই ২০১০ সাল থেকে আমি গ্রামে গ্রামে ঘুরে নামগুলো মুখস্থ শুরু করি। আমার কোনো কিছুই লেখা নেই, সবই মুখস্থ।

এ নিয়ে আগ্রহের কারণ সম্পর্কে বলেন, আমার তো টাকাপয়সা নেই আগ্রার তাজমহল দেখতে যাব, তাই নিজের ঘোরাঘুরির পরিসরেই নামগুলো মুখস্থ রাখতে শুরু করি। এভাবেই খেয়াল করলাম আমার উপজেলার সব গ্রামের নাম মুখস্থ করে ফেলেছি।

৫৭ বছর বয়সী আক্তার হোসেন সবার কাছে আক্তার মাস্টার হিসেবে পরিচিত। ২২৬টি গ্রামের নাম একনাগাড়ে বলতে পারায় অনেকেই তাঁকে সাধুবাদ জানান। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমিও তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মাত্র ১ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে কাপাসিয়ার ২২৬টি গ্রামের নাম বলে তাঁকে মুগ্ধ করেছিলেন।

আক্তার হোসেন শুধু নিজ উপজেলার গ্রাম নয়, ৬৪টি জেলার নামও মাত্র ৩০ সেকেন্ডে মুখস্থ বলে দিতে পারেন। বঙ্গবন্ধুর ভাষণ বারবার পড়তে গিয়ে একসময় দেখেন যে পুরো ভাষণ মুখস্থ হয়ে গেছে। আক্তার হোসেন দেড় শ গান আত্মস্থ করেছেন যা একনাগাড়ে গেয়ে যেতে পারেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে