বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৫:৩৮

বাংলাদেশের লুঙ্গি স্পেনে ‘স্কাট’ নামে বিক্রি হচ্ছে ৮ হাজার টাকায়!

বাংলাদেশের লুঙ্গি স্পেনে ‘স্কাট’ নামে বিক্রি হচ্ছে ৮ হাজার টাকায়!

এক্সক্লুসিভ ডেস্ক : এদেশে আম জনতার পরিধান লুঙ্গি বিদেশে বিক্রি হচ্ছে চড়া দামে।  বিক্রি করছে বহুজাতিক এক অনলাইন বিপণন সংস্থা।  আর সেখানেই লুঙ্গির দাম দেখে চোখ কপালে উঠেছে বাংলাদেশীদের।  এক একটি লুঙ্গি প্রায় ৮,২৫৪ টাকায় বিক্রি করছে জারা নামে ওই সংস্থা।

কেবল বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে পুরুষদের লুঙ্গি পরার চল রয়েছে।  এসব দেশে লুঙ্গির দাম মাত্র ২৫০ থেকে ৪০০ টাকা অর্থাৎ ৩ পাউন্ড।

আর ডিজাইনে সামান্য অদল বদল করে লুঙ্গিকেই চড়াদামে বাজারজাত করছে জারা।  তারা এর পেছন দিকে জিপ লাগিয়েছে, যা সামনে থেকে দেখা যায় না।  জারা’র স্কার্ট পাওয়া যাচ্ছে কেবল বাদামি রঙে।  আর লুঙ্গি তো পাওয়া যায় নানা রঙে।

বাংলাদেশের লুঙ্গিকে স্কার্ট বানিয়ে বিক্রি করায় জারাকে তুলোধুনো করেছে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো।  তারা প্রশ্ন তুলেছে লুঙ্গির আদলে তৈরি এই পোশাকের চড়া দাম নিয়েও।  শুরু এবার না, এর আগেও জারা পোশাকের ডিজাইন ও দাম নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছে।  জারার এই কাণ্ড দেখে অনেকেই রসিকতা করেছেন ফেসবুক ও টুইটারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে