এক্সক্লুসিভ ডেস্ক : মাতৃত্বের এক অবিশ্বাস্য দৃশ্যপট দেখা গেল ভারতের কর্ণাট রাজ্যে। আহত একটি বাছুরকে ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন সেই বাছুরের মা গরু তার বাছুরকে আহত অবস্থায় দেখে, সেই লরির পিছু পিছু ছুটলো।
আর এর মধ্য থেকেই প্রকাশ পেলো একটি গরুর মাতৃত্বের টান। আর এই ঘটনাটি ঘটে উত্তর কর্ণাটকের হাভেরির জয়প্রকাশ নারায়ন চকের কাছে।
গত ৫ জানুয়ারি দুই মাস বয়সী বাছুরটি ধনুষ্টংকার রোগে আক্রান্ত হওয়ায় বাছুরের মালিক ওই বাছুরটিকে কাছের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখন মা গরুটি তার দুই মাসের ছোট্ট বাছুরের কষ্ট সহ্য করতে পারছিল না। তাই মা গরুটি তার মমতার টানে প্রায় আধাকিলোমিটার রাস্তা বাছুরকে নিয়ে যাওয়া হয় যে লরিতে সেই লরির পিছনে ছুটে যায়।
একটি ভিডিওতে দেখা যায় একটি পশুর মায়ের এমন মমতার বহিঃপ্রকাশ।
চিকিৎসার পর বাছুরটি এখন সুস্থ আছে। তিনদিন হাসপাতালে থাকার পর বাছুরটি এখন বেশ সুস্থ। একথা জানিয়েছেন, কর্নাটের হাভেরির ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক এইচ ডি সুনাকী।
মা গরুটি তার বাছুরের জন্য এভাবে ছুটে আসাটাই বলে দেয়, প্রত্যেকটি জীবেরই মাতৃত্বের টান রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস