এক্সক্লুসিভ ডেস্ক : হাতের কাজে দারুণ দক্ষ চীনের হুয়াং নামে এক ব্যক্তি। তাই শখের বসে নিজের পুরনো একটি ট্রাককে রীতিমতো যুদ্ধ ট্যাংক বানিয়ে ফেলেছিলেন তিনি। তবে তিনি যদি ট্যাংকটি নিয়ে রাস্তায় না নামতেন তাহলে হয়ত কিছু হত না। কিন্তু তিনি একেবারে রাস্তায় নেমে গিয়েছিলেন।
গত ২২ জানুয়ারি ট্যাংক নিয়ে রাস্তায় নামার পর পুলিশ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। তারা গাড়িটিকে রিয়াল টাইম অনুসরণ শুরু করে এবং এক পর্যায়ে চালককে আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়।
এরপর রাস্তায় অননুমোদিত গাড়ি চালানোর দায়ে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার পাশাপাশি ২৭৮ ডলার সমপরিমাণ চীনা মুদ্রা জরিমানাও করা হয়। শুধু তাই নয়, হুয়াংয়ের সাধের ট্যাংকটি পুলিশ ধ্বংস করার সিদ্ধান্তও নিয়েছে।
জানা গেছে, লেইবিন শহরের হুয়াং গত দুই মাস ধরে পুরনো একটি ট্রাকের ওপর নানা পরীক্ষা চালিয়ে এটিকে ট্যাংকের মতো করে তোলেন।-সাউথ চায়না মর্নিং পোস্ট
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস