এক্সক্লুসিভ ডেস্ক : মায়া সভ্যতা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশাল এলাকায় ছড়িয়ে থাকা এ সভ্যতার বহু বিষয় এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। এবার মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় খোঁজ মিলল মায়া সভ্যতার এক বিশাল নগরীর।
বৃহস্পতিবার এমনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। বিজ্ঞানীরা বলছেন, রিমোট সেন্সিং টেকনিক ব্যবহার করে এ নগরীর সন্ধান পাওয়া গেছে। এই সভ্যতার উন্নত পরিকাঠামো দেখে অবাক হয়ে গিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষকরা বলছেন, প্রায় ১২০০ বছর আগে অস্তিত্ব ছিল এই মায়া সভ্যতার। ২১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই সভ্যতায় বাস ছিল প্রায় এক থেকে পাঁচ কোটি মানুষের।
টিকাল, হলমাল এবং উইটজানা-র বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিল এই হারিয়ে যাওয়া শহর। তবে বিশেষজ্ঞদের মত, যা দেখা যাচ্ছে তার চেয়ে আরও বিস্তৃত এই নগরী।
পাকুন্যাম ফাউন্ডেশনের নেতৃত্বে এই গবেষণায় উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। আকাশ থেকে নেওয়া ছবিতে দেখা গিয়েছে ৬০ হাজারের বেশি ঘর, হাইওয়ে, খাল এবং অন্যান্য প্রয়োজনীয় মানুষের তৈরি স্থাপত্য রয়েছে মায়া বায়োস্ফিয়ার রিজার্ভে।
তবে এখনই সব তথ্য প্রকাশ করেননি গবেষকরা। তাদের সাম্প্রতিক আবিষ্কারের উপর এক ঘন্টার একটি তথ্যচিত্র ‘লস্ট ট্রেজার্স অফ দ্য মায়া স্নেক কিংস’দেখানো হবে আগামী ৬ ফেব্রুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। তাতেই প্রকাশিত হবে বাকি তথ্যগুলো।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস