শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:১১:২৫

পরিচ্ছন্নকর্মী হিসেবে আসছে রোবর্ট

পরিচ্ছন্নকর্মী হিসেবে আসছে রোবর্ট

এক্সক্লুসিভ ডেস্ক : বর্জ্য পরিষ্কারে এবার আসছে রোবোট পরিচ্ছন্নকর্মী। বর্জ্যবাহী ট্রাকের চালকের জন্য সাহায্যকারী রোবোট তৈরি করার জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

প্রকল্পটি যৌথভাবে গ্রহণ করেছে- বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ভলভো, পুনঃপ্রক্রিয়াকরণ কোম্পানি রেনোভা, সুইডেনের চামারস প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যালারডালেন ইউনিভার্সিটি ও পেন স্টেট ইউনিভার্সিটি। এটি সফল হলে ট্রাকচালকের সহকারী হিসাবে রোবোট সমস্ত বর্জ্য ও আবর্জনা ট্রাকে তুলে দেয়ার কাজ করবে।

রোবোট-ভিত্তিক স্বচালিত বর্জ্য ব্যবস্থাপনা নামের ওই প্রকল্পে একটি রোবোট থাকবে যেটির নকশা করেছে ম্যালারডালেন ইউনিভার্সিটি, একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে যার নকশা করেছে চামারস ইউনিভার্সিটি এবং একটি নিয়ন্ত্রণ প্যানেল থাকবে যেটির নকশা করেছে পেন ইউনিভার্সিটি।

সবগুলো অংশ মিলে একটি রোবোট ব্যবস্থার জন্ম দেবে, যা ২০১৬ সালের জুন মাস নাগাদ রেনোভার ময়লাবাহী ট্রাকে আবর্জনা তুলে দেয়ার কাজ শুরু করবে।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে