রবিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৩৭:৪৫

দিনে ৬ লাখ বার ফেসবুক হ্যাকের চেষ্টা, আরো কিছু মজার তথ্য

দিনে ৬ লাখ বার ফেসবুক হ্যাকের চেষ্টা, আরো কিছু মজার তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আজ ১৪ বছরে পা দিলো। সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাত ধরে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ফেসবুক। ১ জানুয়ারি ২০১৮ তে করা এক হিসাব অনুযায়ী ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২০০ কোটি।

চলুন ফেসবুকের জন্মদিন উপলক্ষে জেনে নেই সামাজিক যোগাযোগের মাধ্যমটি সম্পর্কে বেশ কিছু মজার তথ্য।

১. একজন ব্যবহারকারী একবার ফেসবুকে লগ ইন করেই ন্যূনতম ২০ মিনিট ব্যবহার করে থাকেন এবং গড়ে প্রতিমাসে ১০ ঘণ্টা করে ব্যবহার করেন।

২. ফেসবুকের লাইক বাটনটিতে এ পর্যন্ত এক দশমিক ১৩ ট্রিলিয়ন সময় ক্লিক করা হয়েছে।

৩. ২০১২ সালের মার্কিন পূননির্বাচনে বারাক ওবামার নিজের স্ত্রীকে জড়িয়ে ধরা ছবিটি ফেসবুকের সবচেয়ে বেশি লাইক পায়। লাইকের সংখ্যা ছিল চার দশমিক চার মিলিয়ন।

৪. ফেসবুকে ১০ কোটি লাইক নিয়ে শাকিরা সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীর স্থান দখল করে আছে।

৫. এক মিনিটে গড়ে দেড় লাখ ম্যাসেজ বিনিময় করা হয় এ প্ল্যাটফরমে।

৬. ৬৬ শতাংশ ফেসবুক ব্যবহারকারীর সংবাদের প্রধান মাধ্যম ফেসবুকে শেয়ার করা বিভিন্ন লিংক।

৭. নিউ অক্সফোর্ড ডিকশনারি ২০০৯ সালের সেরা শব্দ ঘোষণা করে ‘আনফ্রেন্ড’ কে।

৮. ৬৬ শতাংশ কিশোরী ফেসবুকের মাধ্যমে হয়রানির শিকার হন।

৯. প্রতি মাসে ৪৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে পণ্য কেনাবেচা করে থাকেন।

১০. ফেসবুকে একজন ব্যবহারকারী গড়ে ১৫৫ জন করে বন্ধু আছে।

১১. রাত ১০টা থেকে ১১টার মধ্যে পোস্ট করলে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়।

১২. দৈনিক ১০ কোটি ঘণ্ট ভিডিও দেখা হয় ফেসবুকে।

১৩. প্রতি মাসে ২৫০ কোটি কমেন্টস করা হয়ে থাকে এখানে।

১৪. ফেসবুক সিইও মার্ক জাকারবার্গকে আপনি চাইলেও ব্লক করতে পারবেন না।

১৫. ৩৩ শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে ফেসবুক ব্যবহারকে দায়ী করা হয়ে থাকে।

১৬. ফেসবুকে ২৭ কোটি ভুয়া ব্যবহারকারী আছে।

১৭. ফেসবুকে সবার প্রথম ছবিটি পোষ্ট করে ‘গডফাদার’ খ্যাত অভিনেতা আল পাচিনো।

১৮. ফেসবুকের লাইক বাটনটির প্রথম নাম ছিল ‘অসাম’ আর ফেসবুকের প্রথম নাম ছিল ফেসম্যাশ।

২০. চীনে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ হলেও ২০১৮ সালে প্রায় ৬২ কোটি চীনা ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন।

২১. ১৮ থেকে ২৪ বছর বয়স্ক ব্যবহারকারীদের ৫০ শতাংশেরই দিনটি শুরু হয় ফেসবুক দিয়ে।

২২. দৈনিক ছয় লাখ বার ফেসবুককে হ্যাক করার চেষ্টা করা হয়।

২৩. ফেসবুকের প্রধান কালার নীল কারণ মার্ক জাকারবার্গ বর্ণান্ধতার কারণে লাল এবং সবুজ রং দেখতে পান না।

২৪. ৭০ শতাংশ ব্যবহারকারীই তাদের পিতামাতার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেন।

২৫. মার্ক জাকারবার্গ ফেসবুক সিইও হিসেবে পারিশ্রমিক নেন বছরে মাত্র এক ডলার।
 এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে